এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ভারতীয় সিনেমার এক স্বর্ণযুগের অবসান ঘটল। প্রয়াত হলেন পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত কিংবদন্তি অভিনেত্রী বি সরোজা দেবী। আজ সোমবার (১৪ জুলাই) ৮৭ বছর বয়সে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি হায়দ্রাবাদে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র জগতে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এক অপ্রতিদ্বন্দ্বী ক্যারিয়ার: চার দশকের বেশি সময়ের বর্ণাঢ্য ক্যারিয়ারে বি সরোজা দেবী কন্নড়, তামিল, তেলেগু ও হিন্দি—এই চারটি ভাষায় ২০০-র বেশি সিনেমায় অভিনয় করেছেন। তবে তাঁর সবচেয়ে বড় অর্জন, যা ভারতীয় সিনেমার ইতিহাসে এক অনন্য রেকর্ড, তা হলো টানা ১৬১টি ছবিতে প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করা। ১৯৫৫ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত প্রায় তিন দশক ধরে তিনি একটানা শীর্ষ নায়িকা হিসেবে কাজ করে গেছেন, যার নজির আর কারও নেই।
চার ভাষার সিনেমার রানি: ১৯৫৫ সালে কন্নড় ছবি ‘মহাকবি কালিদাস’ দিয়ে মাত্র ১৭ বছর বয়সে তাঁর অভিনয় জীবন শুরু হলেও, তিনি রাতারাতি তারকাখ্যাতি পান ১৯৫৮ সালে তামিল ছবি ‘নাডোডি মান্নান’-এ এম জি রামচন্দ্রনের (এমজিআর) বিপরীতে অভিনয় করে। এরপর তামিল সিনেমায় শুরু হয় তাঁর দীর্ঘ রাজত্ব। এমজিআরের সঙ্গে তাঁর ২৬টি এবং শিবাজি গণেশনের সঙ্গে ২২টি টানা সফল ছবি রয়েছে।
একইভাবে, তেলেগু ছবিতে তিনি এনটি রামা রাওয়ের (এনটিআর) বিপরীতে ‘সীতারাম কল্যাণম’-এর মতো সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। আবার হিন্দিতেও ‘পয়গাম’, ‘সসুরাল’-এর মতো ছবিতে নিজের প্রতিভার ছাপ রেখেছেন। ভাষার গণ্ডি পেরিয়ে তিনি হয়ে উঠেছিলেন তাঁর সময়ের সত্যিকারের এক প্যান-ইন্ডিয়ান তারকা।
সম্মান ও স্বীকৃতি: অভিনয় জীবনে সরোজা দেবী পেয়েছেন বহু পুরস্কার ও সম্মাননা। ভারত সরকার তাঁকে ১৯৬৯ সালে পদ্মশ্রী এবং ১৯৯২ সালে পদ্মভূষণ-এ ভূষিত করে। এ ছাড়া তিনি তামিলনাড়ু সরকারের ‘কালাই মামানি’ সম্মান এবং বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন। অভিনয়ের বাইরেও তিনি কন্নড় চলচ্চিত্র সংঘের সহসভাপতি এবং ৫৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরিবোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তাঁর প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র এক কিংবদন্তিকে হারাল, যাঁর শূন্যতা পূরণ হওয়ার নয়।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0