এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: চলতি বছরের শুরুতে বলিউড অভিনেতা সাইফ আলি খানের উপর তাঁর নিজের বাড়িতেই ছুরিকাঘাতের ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ। তবে সেই ভয়াবহতা যে শুধু বাড়ির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এবার সেই চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন অভিনেতা এবং নিরাপত্তা সংস্থার কর্ণধার রণিত রায়। তিনি জানিয়েছেন, শুধু সাইফই নন, সেদিন আক্রান্ত হয়েছিল তাঁর স্ত্রী কারিনা কাপুরের গাড়িও। সব মিলিয়ে, পতৌদি পরিবারের জন্য দিনগুলো ছিল এক দুঃস্বপ্নের মতো।
যেভাবে ঘটেছিল হামলা: ঘটনার পর পতৌদি পরিবারের সুরক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল রণিত রায়ের নিরাপত্তা এজেন্সিকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণিত সেই সময়ের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, যেদিন সাইফ আলি খান হাসপাতাল থেকে ছাড়া পান, সেদিন হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে প্রচণ্ড ভিড় ছিল। সাধারণ মানুষ থেকে শুরু করে সংবাদমাধ্যম কর্মী— সবাই যেন তাঁদের গাড়ির উপর হামলে পড়েছিলেন।
রণিত বলেন, “কারিনা আমাকে বলেছিলেন— সাইফকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দিতে। রাস্তায় তখন কারিনার গাড়ি ঘিরে ধরে কয়েকজন। খুব ভয় পেয়ে গিয়েছিলেন অভিনেত্রী।” যদিও কারা কারিনার গাড়িতে হামলা করেছিল, তা জানা যায়নি, তবে এই ঘটনা তাঁদের মানসিক যন্ত্রণাকে আরও বাড়িয়ে দিয়েছিল।
এক পরিবারের দুঃস্বপ্ন: এর আগেই, সাইফকে তাঁর বাড়িতে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ছুরিকাঘাত করে। সেই সময় তাঁদের দুই ছেলে তৈমুর ও জেহ বাড়িতেই ছিল এবং এই রক্তারক্তি কাণ্ড তারা চাক্ষুষ দেখে। সাত বছরের তৈমুরই তাঁর রক্তাক্ত বাবাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। এই ঘটনা কারিনাকে মানসিকভাবে এতটাই ভেঙে দিয়েছিল যে, তিনি অনেক দিন রাতে ঘুমাতে পারতেন না। তিনি সবসময় ভাবতেন, কীভাবে একজন অপরিচিত ব্যক্তি তাঁদের সুরক্ষিত বাড়িতে ঢুকে পড়ল!
একদিকে স্বামীর ওপর নৃশংস হামলা, অন্যদিকে সন্তানদের মানসিক চাপ এবং নিজের ওপর এমন আক্রমণ— সব মিলিয়ে কারিনা যে এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলেন, তা রণিতের কথায় স্পষ্ট। রণিত জানান, এই ঘটনার পরই তাঁদের গোটা বাড়ি এবং চত্বর কড়া নিরাপত্তাবেষ্টনীতে মুড়ে ফেলা হয়। সবশেষে তিনি বলেন, “বড় ঝড় গেছে ওদের ওপর দিয়ে। এখন সব ঠিকঠাক আছে।”
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0