মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্সেস ডায়ানার তথ্যচিত্র বানাচ্ছে নেটফ্লিক্স

১৯৯৭ সালের ৩১ আগস্ট ফ্রান্সের প্যারিসে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হন প্রিন্সেস ডায়ানা। ২০২৭ সালে তাঁর মৃত্যুর ৩০ বছর পূর্ণ হবে।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: তিনি ছিলেন কোটি মানুষের হৃদয়ের রানি। মৃত্যুর এত বছর পরেও প্রিন্সেস ডায়ানাকে নিয়ে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের কোনো কমতি নেই। এবার সেই কিংবদন্তি ‘প্রিন্সেস অফ ওয়েলস’-এর জীবনের না বলা কথা নিয়েই এক বিশাল তথ্যচিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। সবচেয়ে বড় খবর হলো, এই তথ্যচিত্রটি নির্মাণে নেটফ্লিক্সের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শেষ করেছেন ডায়ানার ছোট ছেলে, প্রিন্স হ্যারি।

১৯৯৭ সালের ৩১ আগস্ট ফ্রান্সের প্যারিসে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হন প্রিন্সেস ডায়ানা। ২০২৭ সালে তাঁর মৃত্যুর ৩০ বছর পূর্ণ হবে। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতেই এই তথ্যচিত্রটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, ঠিক ৩০তম মৃত্যুবার্ষিকীর দিন, অর্থাৎ ২০২৭ সালের ৩১ আগস্ট থেকেই নেটফ্লিক্সে তথ্যচিত্রটি সম্প্রচার করা শুরু হবে।

এই তথ্যচিত্রে ডায়ানার জীবনের প্রায় সব অধ্যায়ই তুলে ধরা হবে। সাধারণ এক নারী থেকে ব্রিটিশ রাজপরিবারের সদস্য হয়ে ওঠা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এইডস সচেতনতা এবং ভূমি আইনের বিরুদ্ধে তাঁর সোচ্চার ভূমিকার মতো মানবিক দিকগুলো যেমন থাকবে, তেমনই থাকবে তাঁর ব্যক্তিগত জীবনের ঝড়-ঝাপটার কথাও।

রাজা চার্লসের সঙ্গে তাঁর বিয়ে, দুই সন্তানকে নিয়ে সুখের সংসার এবং নব্বইয়ের দশকে স্বামীর পরকীয়ার কারণে সেই সংসার ভেঙে যাওয়ার যন্ত্রণা, এমনকি নিজের পরকীয়ায় জড়িয়ে পড়া এবং সবশেষে প্রেমিকসহ তাঁর মর্মান্তমান্তিক মৃত্যুর মতো সংবেদনশীল বিষয়গুলোও এই জীবনীচিত্রে উঠে আসবে বলে জানা গেছে।

প্রিন্স হ্যারির মতো একজন প্রত্যক্ষদর্শীর সংযুক্তি এই তথ্যচিত্রটিকে এক অন্য মাত্রা দেবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে হয়তো ডায়ানার জীবনের এমন অনেক অজানা কথা সামনে আসবে, যা এর আগে কেউ জানতে পারেনি।

বাংলাফ্লো/এইচএম  

 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0