মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

মালয়ালাম অভিনেতা কালাভাবন নাভাসের রহস্যজনক মৃত্য

কালাভাবন নভাস মূলত মিমিক্রি বা অনুকরণ শিল্পী হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন। ১৯৯০ সালে ‘চৈথন্যম’ সিনেমার মাধ্যমে তিনি অভিনয় জীবন শুরু করেন এবং কৌতুক অভিনেতা হিসেবে দর্শকদের মনে এক বিশেষ জায়গা করে নিয়েছিলেন।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক  

ঢাকা: মালয়ালাম চলচ্চিত্র জগতে নেমে এলো শোকের ছায়া। জনপ্রিয় কৌতুক অভিনেতা, গায়ক এবং মিমিক্রি শিল্পী কালাভাবন নাভাসের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় কোচির একটি হোটেল থেকে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।


ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, কালাভাবন নাভাস তাঁর নতুন মালয়ালাম সিনেমা ‘প্রকামবনম’-এর শুটিংয়ের জন্য চোট্টানিক্কারার ওই হোটেলে থাকছিলেন। শুক্রবার সন্ধ্যায় তাঁর হোটেল থেকে চেক আউট করার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ে তিনি রিসেপশনে না আসায়, শুটিং ইউনিটের সদস্যরা এবং হোটেল কর্মীরা তাঁর ঘরে গিয়ে তাঁকে ডাকেন। কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা খোলার পর, তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পুলিশ জানিয়েছে, হোটেলের ঘরে সন্দেহজনক কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ শনিবার তাঁর দেহের ময়নাতদন্ত করা হবে, যার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


কালাভাবন নভাস মূলত মিমিক্রি বা অনুকরণ শিল্পী হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন। ১৯৯০ সালে ‘চৈথন্যম’ সিনেমার মাধ্যমে তিনি অভিনয় জীবন শুরু করেন এবং কৌতুক অভিনেতা হিসেবে দর্শকদের মনে এক বিশেষ জায়গা করে নিয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি তিনি প্লে-ব্যাক গায়ক হিসেবেও জনপ্রিয় ছিলেন।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নসহ মালয়ালাম চলচ্চিত্র জগতের অনেকেই তাঁর এই অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।



বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0