মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫

নতুন পরিচয়ে সংগীতশিল্পী সাবরিনা সাবা

তিনি এই নতুন দায়িত্বকে শুধু একটি চাকরি হিসেবে দেখছেন না, বরং দেখছেন নিজেকে আরও বিকশিত করার একটি সুযোগ হিসেবে। তাঁর ভাষায়, “আমি শিখতে, গঠন করতে এবং প্রভাব ফেলতে প্রস্তুত- শুধু ক্যাম্পেইনের মাধ্যমে নয়, এমন গল্প বলার মাধ্যমে, যা মানুষের সঙ্গে সংযোগ তৈরি করবে। ...এটি যেন একটি সুযোগ- নতুন ধারণা অনুসন্ধান করার এবং স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার।”

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: শিশুশিল্পী হিসেবে জাতীয় পুরস্কার জয়, একের পর এক গানের অ্যালবাম প্রকাশ এবং সংগীত জগতে নিজের এক শক্ত অবস্থান তৈরি— এই সবকিছুকে পাশে রেখে এবার এক নতুন পরিচয়ে পথচলা শুরু করলেন জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা সাবা। তিনি সম্প্রতি একটি রিয়েল এস্টেট রিসোর্ট কোম্পানিতে মিডিয়া কমিউনিকেটর ও ডিজিটাল মার্কেটিং পেশাজীবী হিসেবে যোগদান করেছেন। সামাজিক মাধ্যমে তিনি নিজেই তাঁর এই নতুন অধ্যায়ের কথা জানিয়েছেন।

গত ৩ আগস্ট থেকে নতুন এই দায়িত্ব গ্রহণ করেছেন সাবা। এই নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লিখেছেন, “মনে একদিকে উত্তেজনা, আর অন্যদিকে সামান্য নার্ভাসনেস কাজ করছে। উত্তেজনা- কারণ এই ভূমিকা যেন এক ধরনের ক্যানভাস, যেখানে সৃজনশীলতা ও কৌশলের মিলন ঘটে; আর নার্ভাসনেস- কারণ প্রত্যেক নতুন শুরুই কিছু চ্যালেঞ্জ ও অজানা অনিশ্চয়তা নিয়ে আসে।”

সাবা আরও জানান, তিনি এই নতুন দায়িত্বকে শুধু একটি চাকরি হিসেবে দেখছেন না, বরং দেখছেন নিজেকে আরও বিকশিত করার একটি সুযোগ হিসেবে। তাঁর ভাষায়, “আমি শিখতে, গঠন করতে এবং প্রভাব ফেলতে প্রস্তুত- শুধু ক্যাম্পেইনের মাধ্যমে নয়, এমন গল্প বলার মাধ্যমে, যা মানুষের সঙ্গে সংযোগ তৈরি করবে। ...এটি যেন একটি সুযোগ- নতুন ধারণা অনুসন্ধান করার এবং স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার।”

উল্লেখ্য, সাবরিনা সাবা শুধু একজন গায়িকাই নন। উপস্থাপনা, নাচ, ছবি আঁকা, আবৃত্তি এবং অভিনয়েও তাঁর সমান দক্ষতা রয়েছে। শিশুশিল্পী হিসেবে তিনি একাধিক জাতীয় পুরস্কার পেয়েছেন। তাঁর প্রকাশিত অ্যালবামের মধ্যে রয়েছে ‘প্রার্থনা’, ‘ডুব’, ‘মনেরই আকাশ’, ‘সুখপাখি’ ইত্যাদি।

সংগীত জগতের একজন পরিচিত মুখের এমন ক্যারিয়ার পরিবর্তনে অনেকেই অবাক হলেও, তাঁর নতুন এই যাত্রার জন্য তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত ও শুভানুধ্যায়ীরা।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0