এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: দীর্ঘ এক বছরেরও বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও নতুন গান নিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা। বহুল প্রতীক্ষিত তৃতীয় মৌসুমের চতুর্থ গান হিসেবে মুক্তি পেয়েছে ‘বাজি’, যা প্রকাশের সঙ্গে সঙ্গেই শ্রোতাদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইমন চৌধুরীর কম্পোজিশন, পরিচালনা ও কণ্ঠে এবং প্রখ্যাত শিল্পী হাশিম মাহমুদের লেখনী ও কণ্ঠে এই গানটি হয়ে উঠেছে বাংলাদেশের বৈচিত্র্যময় সংস্কৃতির এক অপূর্ব উদযাপন।
‘বাজি’ গানটির মূল শক্তি হলো এর বৈচিত্র্যময় সাংস্কৃতিক উপাদানের সংমিশ্রণ। এতে যেমন রয়েছে হাশিম মাহমুদের লেখা শহুরে লোকসংগীতের ছোঁয়া, তেমনই রয়েছে নানা জাতিগোষ্ঠীর নিজস্ব সুর ও নৃত্য।
বান্দরবানের মারমা জনগোষ্ঠীর শিল্পী ম্রাকোইচিং মারমা তাঁর নিজ ভাষায় গেয়েছেন বিলুপ্তির পথে থাকা এক পূর্বপুরুষের গান, যা সংস্কৃতি সংরক্ষণে এক তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে। সঙ্গে বাঁশিতে সুর তুলেছেন তাঁরই নাতি, কিয়ো উ প্রু মারমা।
টাঙ্গাইলের এক শতাব্দীরও বেশি পুরনো ‘ধুয়া গানের দল’ তাদের ঐতিহ্যবাহী বৃত্তাকার নাচ ও গানের মাধ্যমে এই পরিবেশনাকে দিয়েছে এক ভিন্ন মাত্রা।
পার্বত্য চট্টগ্রামের বাওম উপজাতিরা তাদের সমৃদ্ধ বাঁশের লাঠির নৃত্য এবং মণিপুরী সম্প্রদায়ের শিল্পীরা তাঁদের অসাধারণ অ্যাক্রোব্যাটিক ‘পুং চোলম’ পরিবেশন করে গানটির দৃশ্যকে করেছেন আরও গতিময় ও ছন্দময়।
এই বিশাল আয়োজন নিয়ে উচ্ছ্বসিত ইমন চৌধুরী বলেন, “গানটি আমাদের কাছে খুবই বিশেষ, কারণ এতে শিল্পীরা তাদের সবটুকু উজাড় করে দিয়েছেন। গানটির কথা, সুর, নাচ, ভিজ্যুয়াল- সবকিছু মিলিয়ে এটি এমন এক সুরেলা সমন্বয়, যেখানে একসঙ্গে ধরা পড়েছে বাংলাদেশের প্রতিচ্ছবি।”
সব মিলিয়ে, ‘বাজি’ শুধু একটি গান নয়, এটি বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষের সংস্কৃতি, ঐতিহ্য এবং আবেগের এক শৈল্পিক দলিল। গানটি এখন স্পটিফাই এবং কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখা ও শোনা যাচ্ছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0