রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

ব্রিটেনে ফিলিস্তিন সমর্থনে বিক্ষোভ থেকে ৯০০-এর বেশি গ্রেফতার

সরকার আগে থেকেই জনগণকে সতর্ক করেছিল, যাতে নিষিদ্ধ গোষ্ঠীর সমর্থনে বিক্ষোভে অংশ নেওয়া এড়ানো যায়।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: ব্রিটেনে ফিলিস্তিন অ্যাকশনের সমর্থনে গত শনিবার অনুষ্ঠিত একটি বিক্ষোভে প্রায় ৯০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সরকার আগে থেকেই জনগণকে সতর্ক করেছিল, যাতে নিষিদ্ধ গোষ্ঠীর সমর্থনে বিক্ষোভে অংশ নেওয়া এড়ানো যায়। রোববার (৭ সেপ্টেম্বর) ব্রিটিশ পুলিশ এ তথ্য জানিয়েছে।

জুলাই মাসে কয়েকজন সদস্য একটি রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটিতে ঢুকে সামরিক বিমানের ক্ষতি করার পর ব্রিটিশ সরকার ফিলিস্তিন অ্যাকশনকে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে নিষিদ্ধ করেছে। এর পর থেকে সমর্থকরা নানা বিক্ষোভে অংশ নিয়েছে, অনেকের বয়স ৬০-এর বেশি।

লন্ডন পুলিশ জানিয়েছে, শনিবার পার্লামেন্টের কাছে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে ৮৯০ জনকে আটক করা হয়েছে, যা একক বিক্ষোভে সর্বোচ্চ গ্রেফতার। এর মধ্যে ৮৫৭ জনকে নিষিদ্ধ গোষ্ঠী সমর্থনের অভিযোগে আটক করা হয় এবং ১৭ জনকে পুলিশ কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ক্লেয়ার স্মার্ট বলেছেন, “আমরা অভিযানের সময় যে সহিংসতার মুখোমুখি হয়েছি, তা ছিল একটি সমন্বিত ও পরিকল্পিত হামলা, যা সর্বোচ্চ বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে চালানো হয়েছিল।”

বিক্ষোভের আয়োজক গ্রুপ ডিফেন্ড আওয়ার জুরিস জানিয়েছে, গ্রেফতারদের মধ্যে পুরোহিত, যুদ্ধফেরত সৈনিক এবং স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন। অনেকেই বয়স্ক এবং শারীরিকভাবে অক্ষম। তাদের একজন মুখপাত্র বলেছেন, “যতদিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হবে, ততদিন গণপ্রতিবাদের ধারা অব্যাহত থাকবে।”

ফিলিস্তিন অ্যাকশনকে আল-কায়েদা এবং ইসলামিক স্টেটের সমপর্যায়ে নিষিদ্ধ করা হয়েছে। এ সংগঠনকে সমর্থন বা এর সদস্য হওয়া ১৪ বছরের কারাদণ্ডের যোগ্য অপরাধ। মানবাধিকার গ্রুপগুলো বলেছেন, নিষেধাজ্ঞাটি অসামঞ্জস্যপূর্ণ এবং শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের মত প্রকাশের স্বাধীনতাকে সীমিত করে।

সূত্র: রয়টার্স

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0