স্পোর্টস ডেস্ক
ঢাকা: দারুণ শুরুর পর হুট করে নামে ধস, টপ অর্ডার ভালো করলে মিডলের ছন্নছাড়া ব্যাটিং, কখনও আবার লোয়ার অর্ডারে আসে না পর্যাপ্ত রান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের ব্যাটারদের এই সমস্যা প্রকট। শ্রীলংকার বিপক্ষেও ইনিংস বড় করতে ধুঁকেছে টাইগাররা। সিরিজ নির্ধারণী ম্যাচে আজ অন্তত তেমন কিছু চান না পারভেজ হোসেন ইমন।
মেহেদী হাসান মিরাজ ব্রিগেডের চাওয়া উইকেটে থিতু হওয়া এবং ইনিংস বড় করা। ব্যক্তিগত ইনিংস বড় হলে স্কোরবোর্ডে বেশি রান জমা হবে। জুটি হলে আসবে কাঙ্ক্ষিত রান। পাল্লেকেলের ব্যাটিংবান্ধব উইকেটে এমন লক্ষ্য স্থির করেই নামবে টাইগাররা। তিন ওয়ানডের শেষ ম্যাচটি এখন সিরিজের ‘ফাইনাল’ বনেছে।
সোমবার শিরোপা নির্ধারণী ম্যাচ সামনে রেখে ওপেনার ইমন শুনিয়েছেন প্রত্যয়। আত্মবিশ্বাস ফিরে পেতে সিরিজ জিততে সর্বোচ্চটা করতে চান টাইগাররা। বৃষ্টি শঙ্কার ম্যাচে বড় রান আনতে চান, আগের ম্যাচে (৬৭) সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপও মেটাতে চান। মোদ্দাকথা বোলিং কিংবা ব্যাটিংয়ে সেরাটা দিয়েই ট্রফি জিততে চান ইমন।
সংবাদ সম্মেলনে টাইগার ওপেনার বলেছেন লক্ষ্যের কথা, ‘সত্যি বলতে আমরা ইনিংস লম্বা করতে পারিনি। আউট হওয়ার পর আমার অনেক অপরাধবোধ হচ্ছিল। টিম মিটিংয়ে বলা হচ্ছে, আমরা সেট হলে যেন বড় ইনিংস খেলি। চেষ্টা করব কাল (আজ) সেট হলে ইনিংস বড় করতে। এখানে যাদের খেলার অভিজ্ঞতা আছে, তারা বলেছেন, উইকেট ভালো হবে। চেষ্টা করব ভালো করতে।’
ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর পছন্দের এই ফরম্যাটে ভালো করতে পারছে না বাংলাদেশ। সবশেষ খেলা ১৬ ম্যাচের ১১টিতেই হেরেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আসেনি সাফল্য। লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচও হেরেছে হুট করে নামা ধসে। তবে দ্বিতীয়টিতে টিম গেমে জিতেছে বাংলাদেশ। সিরিজের সবশেষ ম্যাচটিতে জিতে সেই হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস খুঁজছে টাইগাররা।
ইমন বলেছেন, ‘আমাদের একটা বড় সুযোগ ম্যাচ জিতলে। একটি সিরিজ জেতা হবে। যেটা আবার আত্মবিশ্বাস বাড়াবে। শেষ ম্যাচ (দ্বিতীয় ওয়ানডে) জেতার পর সবাই এটা অনুভব করছে। চেষ্টা করব সেরা খেলা খেলে কালকের (আজ) ম্যাচটি জেতার।’
আজ জিতলে সিরিজ তো জিতবেই, একইসঙ্গে বাংলাদেশ গড়বে ইতিহাস। এরআগে লঙ্কানদের ওয়ানডে সিরিজে দুবার হারাতে পারলেও তা কখনও প্রতিপক্ষের মাঠে হয়নি। পাল্লেকেলেতে মিরাজ ব্রিগেডের ভাগ্য সহায় হলে লঙ্কান ডেরার শাপ ঘুচবে। বাংলাদেশের একমাত্র চাওয়াও আপাতত সেটি।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0