মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

বিদেশের সৈকতে রোদ্রস্নানে মিম, ছড়ালেন উষ্ণতা

তাঁর পরনে ছিল গোলাপি রঙের একটি হালকা প্রিন্টেড ফ্লোরাল ড্রেস এবং চোখে সানগ্লাস। খোলা চুলে, রোদের আলোয় তাঁর রূপ যেন আরও ফুটে উঠেছে।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: কাজের ব্যস্ততার মাঝে হুট করে বিদেশে ঘুরতে বেরিয়ে পড়া যেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের এক নিয়মিত অভ্যাস। এবারও তার ব্যতিক্রম হলো না। সম্প্রতি তিনি সামাজিক মাধ্যমে নিজের নতুন কিছু ছবি শেয়ার করেছেন, যেখানে তাঁকে এক বিদেশি সমুদ্রসৈকতে মোহনীয় রূপে দেখা গেছে। তাঁর এই ছবিগুলো প্রকাশের সঙ্গে সঙ্গেই ভক্তদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।

রবিবার (৩ আগস্ট) দুপুরে বিদ্যা সিনহা মিম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ চোখজুড়ানো ছবি শেয়ার করেন। ছবিগুলোতে দেখা যায়, তিনি সমুদ্রের ধারে একেবারে স্বচ্ছন্দ এবং প্রাণবন্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। তাঁর পরনে ছিল গোলাপি রঙের একটি হালকা প্রিন্টেড ফ্লোরাল ড্রেস এবং চোখে সানগ্লাস। খোলা চুলে, রোদের আলোয় তাঁর রূপ যেন আরও ফুটে উঠেছে।

ছবির ক্যাপশনে তিনি কোনো লেখা যোগ করেননি, দিয়েছেন শুধু একটি ভালোবাসার ইমোজি। তবে তাঁর এই ছবি দেখেই মুগ্ধ হয়েছেন ভক্ত-অনুরাগীরা। তাঁরা মিমের মন্তব্য ঘর প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

বিদ্যা সিনহা মিমকে সর্বশেষ রায়হান রাফী পরিচালিত সাড়া জাগানো সিনেমা ‘দামাল’-এ দেখা গিয়েছিল। বর্তমানে তাঁর অভিনীত ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। যদিও তিনি এখন কোথায় ছুটি কাটাচ্ছেন তা জানাননি, তবে ভক্তরা ধারণা করছেন, নতুন কাজে ফেরার আগে তিনি নিজেকে আরও চনমনে করে নিচ্ছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও তিনি যে সমানভাবে সক্রিয়, তাঁর এই নতুন পোস্টটিই তার প্রমাণ।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0