Logo

নতুন রূপে আসছে ‘কাজী দা’র ‘আর্তনাদ’

‘আর্তনাদ’ উপন্যাসের গল্পটি সত্তর দশকের প্রেক্ষাপটে লেখা হলেও, ওয়েব ফিল্মের জন্য এটিকে বর্তমান সময়ের উপযোগী করে তৈরি করা হয়েছে। এই কাজটি করেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: কাজী আনোয়ার হোসেনের অমর সৃষ্টি ‘মাসুদ রানা’ আবারও আসছে পর্দায়, তবে এবার সম্পূর্ণ নতুন রূপে এবং ভিন্ন এক গল্পে। সিরিজের জনপ্রিয় উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে নির্মিত হচ্ছে ওয়েব ফিল্ম ‘গহীন অতল’। আকা রেজা গালিব পরিচালিত এই ফিল্মটির সবচেয়ে বড় চমক হলো এর কেন্দ্রীয় চরিত্র, যেখানে অভিনয় করছেন নন্দিত অভিনেত্রী ও মডেল সাদিয়া ইসলাম মৌ। ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাওয়ার কথা থাকলেও, পোস্ট প্রোডাকশনের কাজ শেষ না হওয়ায় এর মুক্তি কিছুটা পিছিয়েছে।

নতুন আঙ্গিকে ক্লাসিক থ্রিলার: ‘আর্তনাদ’ উপন্যাসের গল্পটি সত্তর দশকের প্রেক্ষাপটে লেখা হলেও, ওয়েব ফিল্মের জন্য এটিকে বর্তমান সময়ের উপযোগী করে তৈরি করা হয়েছে। এই কাজটি করেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর। নির্মাতা আকা রেজা গালিব জানান, পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেই গল্প ও চরিত্রে পরিবর্তন আনা হয়েছে।

ছবিটির গল্প মূলত একটি পারিবারিক থ্রিলার। এতে দেখা যাবে, সাদিয়া ইসলাম মৌ অভিনীত মায়ের চরিত্রটি ঘটনাক্রমে তাঁর মেয়ের গোপন প্রেমিককে খুন করে ফেলে। এরপর মেয়ের সম্মান বাঁচাতে এবং পুলিশের হাত থেকে বাঁচতে তিনি লাশ গুম করার এক ভয়ংকর মিশনে নামেন, যা গল্পে নিয়ে আসে টানটান উত্তেজনা।

তারকাখচিত অভিনয়শিল্পী: এই ওয়েব ফিল্মে সাদিয়া ইসলাম মৌ-এর পাশাপাশি আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি, ইহতেশাম আহমেদ টিংকু প্রমুখ। ‘ভয়াল’-এর পর এটি পরিচালক আকা রেজা গালিবের দ্বিতীয় সিনেমা এবং প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।

পেছাল মুক্তির তারিখ: প্রথমে পরিকল্পনা ছিল, কাজী আনোয়ার হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৯ জুলাই আইস্ক্রিনে সিনেমাটি মুক্তি দেওয়ার। কিন্তু নির্মাতা জানান, “দর্শকদের একটি ভালো কাজ উপহার দিতে চাই। তাই তাড়াহুড়া করতে চাইনি। এ মাসের মধ্যেই কাজ শেষ করে নতুন মুক্তির তারিখ জানিয়ে দেওয়া হবে।”

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0