বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

রাশিয়ায় গানপাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

গত শনিবার সকালে ভয়াবহ ওই বিস্ফোরণ ঘটে, যার পরপরই কারখানার বড় অংশ ধসে পড়ে এবং আশপাশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: রাশিয়ার রাজধানী মস্কোর উপকণ্ঠে রিয়াজান অঞ্চলের একটি গানপাউডার উৎপাদন কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩৪ জন। সোমবার (১৮ আগস্ট) স্থানীয় জরুরি সেবা বিষয়টি নিশ্চিত করেছে। গত শনিবার সকালে ভয়াবহ ওই বিস্ফোরণ ঘটে, যার পরপরই কারখানার বড় অংশ ধসে পড়ে এবং আশপাশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।

রিয়াজান অঞ্চলের গভর্নর পাভেল মালকভ জানিয়েছেন, ঘটনাটি মূলত কারখানার একটি ওয়ার্কশপে আগুন লাগা থেকে শুরু হয়। মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত এই কারখানাটিতে বন্দুকের গুলি ও গানপাউডার উৎপাদন করা হতো বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। তবে আগুনের প্রকৃত কারণ এখনও পরিষ্কার নয়।

প্রাথমিক ধারণা অনুযায়ী, দাহ্য পদার্থের সংস্পর্শে আগুন লেগে বিস্ফোরণ ঘটতে পারে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে রাশিয়ার কর্তৃপক্ষ। আহতদের চিকিৎসা ও ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা।

রাশিয়ার জরুরি সেবা সদর দফতর টেলিগ্রামে এক পোস্টে জানায়, ১৮ আগস্ট পর্যন্ত দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে এবং আহত ১৩৪ জনের মধ্যে ৩১ জনকে রিয়াজান ও মস্কোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, বিস্ফোরণের পর কারখানার ভবনটি পুরোপুরি ধসে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0