স্পোর্টস ডেস্ক
ঢাকা: সদ্য সমাপ্ত মৌসুমটা আশানুরূপ কাটেনি ভিনিসিয়ুস জুনিয়রের। তবুও কিলিয়ান এমবাপ্পের সমান পারিশ্রমিক চেয়েছেন তিনি। এ অবস্থায় ভিনির বিকল্প খুঁজছে রিয়াল মাদ্রিদ। তিনি দল ছাড়লে তার পরিবর্তে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের পছন্দের তালিকায় রয়েছেন ম্যানসিটি তারকা আর্লিং হালান্ড। নরওয়েজিয়ান এই তারকার সঙ্গে এমবাপ্পের জুটি গড়তে চান তিনি।
ক্রমেই জমে উঠেছে ইউরোপীয় দলবদল মৌসুম। ক্লাবগুলোর মাঝে শুরু হয়ে গেছে ফুটবলারদের দলে ভেড়ানোর প্রতিযোগিতা। এ সময়টা সমর্থকরা সাধারণত বড় দলগুলোর দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে। প্রতি মৌসুমেই কোনো না কোনো চমক থাকে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনাসহ জায়ান্ট ক্লাবগুলোতে।
সদ্যসমাপ্ত মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নেন কোচ কার্লো আনচেলত্তি। নতুন কোচ জাবি আলোনসো যোগ দিয়ে নতুনভাবে পরিকল্পনা সাজাচ্ছেন। এরই মধ্যে রিয়ালের ৫ জন ফুটবলারকে ছেড়ে দেয়ার গুঞ্জন ডালপালা মেলেছে। যেখানে রয়েছে রদ্রিগো ও এন্ড্রিকের নামও।
এদিকে ব্রাজিলিয়ান আরেক তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে নতুন করে অস্থিরতা শুরু হয়েছে মাদ্রিদ শিবিরে। এই উইঙ্গারের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি মাদ্রিদের। তবে এর মধ্যেই বেতন বাড়াতে ক্লাবকে চাপ দিচ্ছেন ভিনি। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের সমান বেতন দাবি করেছেন এ ফরোয়ার্ড।
গুঞ্জন আছে, সৌদি ক্লাবগুলোর চড়া বেতনের প্রস্তাব পেয়েই এমন চাপ দিচ্ছেন তিনি। ইউরোপীয় গণমাধ্যমের খবর, বেতন বাড়াতে চাওয়ায় এখন থেকেই এই ব্রাজিলিয়ানের বিকল্প খুঁজতে শুরু করেছে রিয়াল মাদ্রিদ। ভিনির পরিবর্তে রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের প্রথম পছন্দ ম্যানচেস্টার সিটির ফরওয়ার্ড আর্লিং হালান্ড। ব্যাটে বলে মিলে গেলে এমবাপ্পে ও হালান্ড জুটি দেখতে পারবে ফুটবল বিশ্ব।
এদিকে গণমাধ্যমের খবর, ম্যানচেস্টার সিটি ছেড়ে দিতে চান হালান্ড। গত মৌসুমে সিটিজেনদের হয়ে কাঙ্ক্ষিত ফলাফল না আসায় এমন কথা ভাবছেন এই নরওয়েজিয়ান। ম্যানচেস্টার সিটি ছেড়ে তিনি যোগ দিতে চান বার্সেলোনায়। তবে এ নিয়ে কোনো পক্ষ থেকেই কোনো সিদ্ধান্ত আসেনি।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0