বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে মধ্যরাতে তুলে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের নামে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি এবং সাংবাদিকের পক্ষে ছিলেন আইনজীবী ইশরাত হাসান।
গত ২ সেপ্টেম্বর বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে সুলতানা পারভীন হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।
২০২০ সালের ১৩ মার্চ গভীর রাতে কুড়িগ্রাম শহরে সরকারি একটি পুকুর সংস্কার ও নামকরণ নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আরিফুল ইসলামকে নিজ বাড়ি থেকে তুলে নেয় জেলা প্রশাসনের তিন ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রথমে তাকে ধরলা নদীর তীরে নিয়ে গিয়ে 'ক্রসফায়ার' দেওয়ার চেষ্টা করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে বিবস্ত্র করে নির্যাতন চালানো হয়। এরপর মাদক রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নামে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের সাজা দেওয়া হয়।
ঘটনার পর দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হলে একদিনের মাথায় সাংবাদিক আরিফ জামিনে মুক্তি পান। পরে তিনি কুড়িগ্রাম সদর থানায় তৎকালীন ডিসি সুলতানা পারভীনসহ তিন ম্যাজিস্ট্রেট ও অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে এজাহার দায়ের করেন।
হাইকোর্টের নির্দেশে ২০২০ সালের ৩১ মার্চ মামলাটি রেকর্ড করে পুলিশ। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ বছরের চার্জশিটে সুলতানা পারভীন, তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা ও এস এম রাহাতুল ইসলামকে অভিযুক্ত করেছে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0