মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

নজর লেগে যাওয়ার ভয়ে প্রেমিকের মুখ ঢাকলেন ‘ঝিলিক’

প্রেমিকের সঙ্গে আদুরে ছবি পোস্ট করলেও, তাঁর মুখ কেন দেখালেন না, সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন তিথি। তিনি বলেন, “আমি নজর লাগাতে খুব বিশ্বাস করি।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: একসময় ‘মা’ সিরিয়ালের ছোট্ট ‘ঝিলিক’ চরিত্রে অভিনয় করে তিনি বাংলার ঘরে ঘরে পরিচিতি পেয়েছিলেন। সেই তিথি বসু এখন আর শিশুশিল্পী নন, পুরোদস্তুর ইউটিউব ভ্লগার। অভিনয় থেকে দূরে থাকলেও, এবার তিনি আলোচনায় এসেছেন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। তিথি জানিয়েছেন, তিনি নতুন করে প্রেমে পড়েছেন এবং প্রথমবারের মতো সামাজিক মাধ্যমে প্রেমিকের সঙ্গে ছবিও প্রকাশ করেছেন। তবে ‘নজর লেগে যাওয়ার’ ভয়ে তিনি প্রেমিকের মুখ স্টিকার দিয়ে আড়াল করে রেখেছেন।

তিথি জানিয়েছেন, তাঁর নতুন প্রেমিকের নাম শুভজিৎ চক্রবর্তী। তিনি বিনোদন জগতের কেউ নন। আগে চাকরি করলেও, বর্তমানে নিজস্ব ব্যবসা শুরু করেছেন। তিথির ভ্লগিংয়ের কাজেও তিনি নিয়মিত সাহায্য করেন।

অভিনেত্রী জানান, ভ্লগিং করতে গিয়েই শুভজিতের সঙ্গে তাঁর পরিচয়। একটি সংস্থার হয়ে কাজ করতে গিয়ে তাঁদের প্রথম দেখা হয় এবং ধীরে ধীরে সেই পরিচয়ই প্রেমে রূপ নেয়। তিথি বলেন, দুজনের রসায়ন বেশ জমে উঠেছে।

প্রেমিকের সঙ্গে আদুরে ছবি পোস্ট করলেও, তাঁর মুখ কেন দেখালেন না, সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন তিথি। তিনি বলেন, “আমি নজর লাগাতে খুব বিশ্বাস করি। তাই এখনই দু’জনের ছবি প্রকাশ করতে চাই না। কিন্তু ইচ্ছা তো করে, তাই হালকা ভাবে শেয়ার করলাম।”

‘মা’ সিরিয়ালের পর অভিনয় জগৎ থেকে বেশ দূরে থাকলেও, তিথি বসু তাঁর ভ্লগিং এবং ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই আলোচনায় থাকেন। তাঁর এই নতুন সম্পর্কের খবরে ভক্তরা তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং শুভজিৎকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0