আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলের ছয়টি বিমানবন্দরে হামলা চালিয়েছে ।
সোমবার (২৩ জুন) সকালে আইডিএফ ঘোষণা করেছে যে, ইরানের আকাশসীমার ওপর আধিপত্য আরও দৃঢ় করতে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলের সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ খবর জানিয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, এই হামলায় রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার, একটি রিফুয়েলিং এয়ারক্রাফট এবং ইরানি শাসনব্যবস্থার মালিকানাধীন এফ-১৪, এফ-৫ ও এএইচ-১ সহ বেশ কয়েকটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায়, ইসরায়েলি বিমানবাহিনীর ১৫টিরও বেশি যুদ্ধবিমান ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ অঞ্চলে ভূমি-থেকে-ভূমিতে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের গুদাম ও উৎক্ষেপণস্থলগুলোতে হামলা চালিয়েছে।
আইডিএফ জানায়, এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও সংরক্ষণস্থলগুলো ইসরায়েলি ভূখণ্ডের দিকে নিশানা করে স্থাপন করা হয়েছিল।
এছাড়া সোমবার সকালে ইরানের পশ্চিমাঞ্চলের কেরমানশাহ এলাকায় সামরিক অবকাঠামো লক্ষ্য করে ইসরায়েলি বিমানবাহিনীর হামলায় ইরানি এক মা এবং তাঁর ৬ বছরের ছেলে সন্তান নিহত হয়েছে বলে ইরানের প্রেস টিভি ও ফার্স সংবাদ সংস্থার বরাতে জানিয়েছে আল–জাজিরা।
বাংলাফ্লো/আফি
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0