আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলের হামলায় অন্তত ছয়জন নিহত এবং ৮৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২০ জনের বেশি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
হুতি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংবাদমাধ্যম সাবার বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি। হামলার পর রাজধানীর আকাশে বিশাল আগুনের গোলা ও ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে।
হুতিদের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, সানার মধ্যাঞ্চলের একটি ভবনকে লক্ষ্য করে হামলা চালানো হয়। আল-মাসিরাহ টিভি বলছে, রাজধানীর দক্ষিণে একটি তেল কোম্পানির স্থাপনা ও একটি বিদ্যুৎ কেন্দ্রেও হামলা হয়েছে।
অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা প্রেসিডেন্ট প্রাসাদের কাছে অবস্থিত একটি সামরিক কম্পাউন্ড, দুটি বিদ্যুৎকেন্দ্র ও একটি জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে। এক বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েল রাষ্ট্র ও এর বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হুতিদের বারবার হামলার জবাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’
ইসরায়েল জানিয়েছে, এর আগে শুক্রবার সন্ধ্যায় হুতিরা ইসরায়েল লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। মাঝ আকাশেই সেটি ভেঙে টুকরো হয়ে যায়। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল ও ওয়াইনেট জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটিতে একটি ক্লাস্টার ওয়ারহেড ছিল—ইয়েমেন থেকে ছোড়া এ ধরনের ক্ষেপণাস্ত্র এটাই প্রথম।
বাংলাফ্লো/এফএ
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0