জেলা প্রতিনিধি,
বাগেরহাট: বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে বেআইনিভাবে মাছ ধরার অভিযোগে ভারতীয় একটি ফিশিং ট্রলারসহ ১৪ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
শনিবার (২ আগস্ট) দিবাগত রাতে সুন্দরবনের উপকূলবর্তী গভীর সমুদ্র এলাকায় ফেয়ারওয়ে বয়া সংলগ্ন স্থানে ‘এফবি পারমিতা’ নামের ভারতীয় ফিশিং ট্রলারটিকে আটক করে যুদ্ধজাহাজ বানৌজা বিষখালীর নৌসেনারা। রোববার (৩ আগস্ট) বিকেলে ট্রলার ও জেলেদের বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজে অবস্থিত নৌবাহিনীর ঘাঁটিতে আনা হয়।
আটক ট্রলারটিতে ইলিশসহ বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ পাওয়া গেছে। এসব মাছ নিলামে বিক্রির প্রক্রিয়া চলছে। ট্রলার এবং জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।
আটক ১৪ জন জেলে সবাই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসিন্দা।
এর আগে গত ১৪ জুলাই একই এলাকায় অভিযান চালিয়ে ‘এফবি ঝড়’ এবং ‘এফবি মঙ্গল চণ্ডী’ নামে দুটি ভারতীয় ট্রলারসহ ৩৪ জন জেলেকে আটক করেছিল নৌবাহিনী।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে সমুদ্রসীমা আইন লঙ্ঘন করে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে মামলা দায়ের করা হবে। সোমবার (৪ আগস্ট) সকালে তাদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0