বুধবার, ৮ অক্টোবর ২০২৫

‘মেয়ে অভিনয় করতে চাইলে পা ভেঙে দেব’, কেন এমন বলেছিলেন সঞ্জয় দত্ত?

বেশ কয়েক বছর আগে, এক সাক্ষাৎকারে তিনি রাগের সঙ্গে বলেছিলেন, মেয়ে ত্রিশলা অভিনেত্রী হতে চাইলে, তিনি তাঁর পা ভেঙে দেবেন!

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: দাদা-দাদি, বাবা-মা— সবাই শোবিজ জগতের উজ্জ্বল নক্ষত্র। তাই ত্রিশলা দত্তেরও ইচ্ছে ছিল, তিনিও অভিনয়ের জগতে পা রাখবেন। কিন্তু তাঁর এই ইচ্ছার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন তাঁরই বাবা, বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। বেশ কয়েক বছর আগে, এক সাক্ষাৎকারে তিনি রাগের সঙ্গে বলেছিলেন, মেয়ে ত্রিশলা অভিনেত্রী হতে চাইলে, তিনি তাঁর পা ভেঙে দেবেন!

সম্প্রতি, সেই পুরনো সাক্ষাৎকারটি আবারও আলোচনায় এসেছে। সেখানে সঞ্জয় দত্ত অকপটে জানান, তিনি কখনোই চাননি যে তাঁর মেয়ে অভিনেত্রী হোক। কারণ হিসেবে তিনি বলেন, “হিন্দি সিনেমায় কাজ করতে গেলে ভাষাটা (হিন্দি) জানা দরকার। আমার মনে হয় সেটা ওর ক্ষেত্রে প্রতিবন্ধকতা হতে পারে।”

সঞ্জয় দত্তের বরাবরই ইচ্ছা ছিল, তাঁর মেয়ে পড়াশোনা শেষ করে এফবিআই (ফেডেরাল ব্যুরো অব ইনভেস্টিগেশন)-এ চাকরি করুক।

বাবার এই কঠোর বিরোধিতার কারণেই হোক বা নিজের ইচ্ছাতেই, ত্রিশলা দত্ত শেষ পর্যন্ত অভিনয়ে আসেননি। প্রয়াত অভিনেত্রী রিচা শর্মা এবং সঞ্জয় দত্তের একমাত্র কন্যা ত্রিশলা, বিদেশে ফরেনসিক সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন এবং বর্তমানে তিনি আমেরিকায় একজন সাইকোথেরাপিস্ট হিসেবে কাজ করছেন।

মেয়ের এই সিদ্ধান্তে যে তিনি নিশ্চিন্ত, তাও জানিয়েছিলেন সঞ্জয়। তিনি বলেন, “জানি না, অভিনেত্রী হওয়ার কথা কে মাথায় ঢুকিয়েছিল। তবে সেই ভূত যে নেমেছে, আমি নিশ্চিন্ত। যথেষ্ট ভালো ক্যারিয়ার তার।”

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0