এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ‘ওয়ার টু’— বিগ বাজেটের এই সিনেমাটি বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি। মুক্তির পর থেকেই, ছবির এই ব্যর্থতা নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা। অবশেষে, এই বিষয়ে নীরবতা ভাঙলেন সিনেমার প্রধান অভিনেতা, সুপারস্টার হৃতিক রোশন। তিনি স্বীকার করেছেন, সিনেমাটিতে অভিনয় করার সময় তিনি এক ধরনের অস্বস্তিতে ভুগছিলেন এবং শৈল্পিক চ্যালেঞ্জের অভাব বোধ করছিলেন।
সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে হৃতিক রোশন লেখেন, ‘ওয়ার টু’-এর প্রধান চরিত্র ‘কবির’ তাঁর কাছে বেশ সহজ এবং পরিচিত মনে হয়েছিল। তিনি ভেবেছিলেন, কাজটি সহজেই হয়ে যাবে।
কিন্তু তিনি জানান, “এই স্বাচ্ছন্দ্যের মধ্যেই ভেতরে ভেতরে একটি অস্বস্তি কাজ করছিল, যা আমি উপেক্ষা করেছিলাম। হয়তো শৈল্পিক চ্যালেঞ্জের অভাব বোধ করেছিলাম, যা সাধারণত আমার অন্য সিনেমাগুলোর ক্ষেত্রে থাকে।”
অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার টু’ সিনেমাটির বাজেট ছিল প্রায় ৪০০ কোটি রুপি। কিন্তু মুক্তির পর, ছবিটি বিশ্বব্যাপী মাত্র ৩৬৪ কোটি রুপি আয় করতে সক্ষম হয়, যা বাণিজ্যিকভাবে এক বড় ব্যর্থতা হিসেবেই দেখা হচ্ছে। এর বিপরীতে, ২০১৯ সালে মুক্তি পাওয়া এই সিনেমার প্রথম কিস্তি ‘ওয়ার’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল।
হৃতিক রোশনের এই অকপট এবং আত্ম-সমালোচনামূলক স্বীকারোক্তি তাঁর ভক্তদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। অনেকেই মনে করছেন, একজন শীর্ষস্থানীয় তারকার এমন সততা সত্যিই বিরল।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0