এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ‘কই মিল গ্যায়া’র জাদুকরী স্পর্শ দিয়ে যে ফ্র্যাঞ্চাইজির শুরু, তা এবার এক নতুন এবং বিশাল আঙ্গিকে ফিরতে চলেছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হচ্ছে ‘কৃশ ৪’-এর কাজ। তবে এবারের পর্বে রয়েছে একের পর এক চমক। অভিনয়ে ২৫ বছর পূর্ণ করার পর এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো পরিচালকের আসনে বসতে চলেছেন স্বয়ং হৃতিক রোশন। শুধু তাই নয়, শোনা যাচ্ছে, এই ছবিতে তিনি নায়ক ও খলনায়কসহ ত্রয়ী ভূমিকায় অভিনয় করতে পারেন!
পরিচালকের নতুন ইনিংস: ‘কই মিল গ্যায়া’, ‘কৃশ’ এবং ‘কৃশ ৩’— প্রতিটি সিনেমাই পরিচালনা করেছিলেন হৃতিকের বাবা, রাকেশ রোশন। কিন্তু এবার তিনি এই গুরুদায়িত্ব তুলে দিচ্ছেন ছেলের কাঁধে। জানা গেছে, হৃতিক শুধু পরিচালকই নন, ছবির ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্বও পালন করবেন। তাঁর ২৫ বছরের অভিজ্ঞতা দিয়ে তিনি এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিকে এক নতুন রূপ দিতে চান। এই বিশাল প্রকল্পে প্রযোজক হিসেবে রাকেশ রোশনের সঙ্গে যুক্ত হয়েছে ভারতের অন্যতম সেরা প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস (YRF), যা সিনেমাটির বিশাল আয়োজনের ইঙ্গিত দেয়।
গল্পের চমক: ‘কৃশ ৪’-এর গল্প নিয়েও চলছে নানা জল্পনা। শোনা যাচ্ছে, এবারের গল্পে অতীত এবং ভবিষ্যৎ— দুটো সময়কেই সমানভাবে তুলে ধরা হবে। তবে সবচেয়ে চাঞ্চল্যকর খবর হলো, হৃতিককে এই সিনেমায় তিনটি ভিন্ন চরিত্রে দেখা যেতে পারে। এমনকি ছবির নায়ক এবং খলনায়ক— উভয় চরিত্রেই তিনি নিজেই অভিনয় করতে পারেন বলে গুঞ্জন রয়েছে।
তারার মেলা: ‘কৃশ ৪’ হতে চলেছে এক মহাতারার মিলনক্ষেত্র। শোনা যাচ্ছে, এই পর্বে ফিরতে পারেন ফ্র্যাঞ্চাইজির পুরনো নায়িকারাও। প্রীতি জিনতা, প্রিয়াংকা চোপড়া এবং রেখার মতো তারকাদের আবারও এই সিনেমায় দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। নতুনদের মধ্যে নোরা ফাতেহি এবং ‘কৃশ ৩’-এর খলনায়ক বিবেক ওবেরয়-এরও ফেরার সম্ভাবনা রয়েছে।
সব মিলিয়ে, হৃতিকের পরিচালনা, তাঁর সম্ভাব্য ত্রয়ী ভূমিকা এবং পুরনো তারকাদের প্রত্যাবর্তনের ইঙ্গিত— সবকিছুই ‘কৃশ ৪’-কে ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম প্রতীক্ষিত সিনেমায় পরিণত করেছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0