শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ইউনিয়ন আলাদার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ঢাকার সঙ্গে ২১ জেলা বিচ্ছিন্ন

গত ৫ সেপ্টেম্বর এলাকাবাসী প্রথমবার সড়ক অবরোধ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে অবরোধ তুলে নিলেও, কোনো সমাধান না হওয়ায় তাঁরা আবারও রাস্তায় নেমেছেন।

ছবি-সংগৃহীত

জেলা প্রতিনিধি

ফরিদপুর: ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করার প্রতিবাদে আবারও ফুঁসে উঠেছেন এলাকাবাসী। আজ, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টা থেকে ঢাকা-বরিশাল এবং ঢাকা-খুলনা মহাসড়কের একাধিক পয়েন্ট অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধ জনতা। এর ফলে, ভাঙ্গা হয়ে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে এবং মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

অবরোধকারীরা জানান, “ভাঙ্গাকে বিভক্ত করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা কোনোভাবেই মানা হবে না। আমরা ভাঙ্গার মানুষ, ভাঙ্গাতেই থাকতে চাই। নগরকান্দার সঙ্গে জুড়ে দেওয়া কোনোভাবেই মেনে নেব না।”

গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন দেশের ৪৬টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করে গেজেট প্রকাশ করে। এতে ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে নিয়ে নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়।

এই সিদ্ধান্তের প্রতিবাদে গত ৫ সেপ্টেম্বর এলাকাবাসী প্রথমবার সড়ক অবরোধ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে অবরোধ তুলে নিলেও, কোনো সমাধান না হওয়ায় তাঁরা আবারও রাস্তায় নেমেছেন।

এরই মধ্যে, গত ৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের এই প্রজ্ঞাপন বাতিলের জন্য প্রধান নির্বাচন কমিশনারকে লিগ্যাল নোটিশও পাঠানো হয়েছে। কিন্তু ওই দিনই নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার সাফ জানিয়ে দেন, সংসদীয় আসনের সীমানার চূড়ান্ত তালিকা নিয়ে আইন অনুযায়ী কোনো আদালতে ‘প্রশ্ন তোলার’ সুযোগ নেই এবং বিক্ষোভ-আন্দোলন করেও কোনো ‘লাভ হবে না’।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, “আমরা মহাসড়ক ক্লিয়ার করার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু অবরোধকারীদের বুঝিয়েও কাজ হচ্ছে না। তবে জরুরি যানবাহনগুলো ছেড়ে দেওয়া হচ্ছে।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও হাইওয়ে পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0