বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

বান্দরবানে টানা বৃষ্টি, পাহাড় ধসের শঙ্কা

বান্দরবানে একটানা এক সপ্তাহ ধরে বৃষ্টি অব্যাহত রয়েছে, আর এই পরিস্থিতি আরও অন্তত তিনদিন চলতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

বান্দরবান: বান্দরবানে একটানা এক সপ্তাহ ধরে বৃষ্টি অব্যাহত রয়েছে, আর এই পরিস্থিতি আরও অন্তত তিনদিন চলতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। ভারী বৃষ্টিপাতের কারণে জনজীবনে ভোগান্তি তৈরি হয়েছে এবং পাহাড় ধসের শঙ্কাও বেড়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের বান্দরবান কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল বলেন, আগামী ৭২ ঘণ্টায় জেলায় ৪৪-৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। তিনি সতর্ক করে জানান, অতি ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চল সমূহে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে।

ধারাবাহিক বৃষ্টির কারণে জেলার অভ্যন্তরীণ সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন সড়কে পাহাড়ি মাটি পড়ে কাদা জমে যাওয়ায় যানবাহন চলাচলে ঝুঁকি দেখা দিয়েছে। এ অবস্থায় জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে।

বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি গণমাধ্যমকে বলেন, যেকোনো দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারীদের সচেতন থেকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তিনি।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0