বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

বছর জুড়ে ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা স্বর্ণের বাজারদর

বছরের দ্বিতীয়ার্ধে স্বর্ণের দামে মাঝারি মাত্রার ঊর্ধ্বমুখিতা দেখা যেতে পারে। এ সময় মূল্যবান ধাতুটির দাম বাড়তে পারে বর্তমান দামের তুলনায় ৫ শতাংশ। তবে বৈশ্বিক পরিস্থিতি আরো খারাপ হলে বাজারদর সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: বিশ্ববাজারে স্বর্ণের দাম চলতি বছরের প্রথমার্ধে ২৬ শতাংশ বেড়েছে। বছরের বাকি সময়ও মূল্যবান ধাতুটির বাজারদর ঊর্ধ্বমুখী থাকার পূর্বাভাস দিয়েছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি)।  

সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, চলতি বছরের প্রথমার্ধে স্বর্ণের মূল্যবৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে ডলারের বিনিময় হার কমে যাওয়া, ভূরাজনৈতিক উত্তেজনা, বিনিয়োগকারীদের চাহিদা ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর ঊর্ধ্বমুখী ক্রয়। অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে স্থবিরতা বা মন্দার ঝুঁকি বাড়লে সামনের দিনগুলোয় ধাতুটির চাহিদা আরো বাড়তে পারে, যার প্রভাব পড়বে দামে।

বাজারসংশ্লিষ্টদের মতে, বছরের দ্বিতীয়ার্ধে স্বর্ণের দামে মাঝারি মাত্রার ঊর্ধ্বমুখিতা দেখা যেতে পারে। এ সময় মূল্যবান ধাতুটির দাম বাড়তে পারে বর্তমান দামের তুলনায় ৫ শতাংশ। তবে বৈশ্বিক পরিস্থিতি আরো খারাপ হলে বাজারদর সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।

ডব্লিউজিসি জানিয়েছে, সম্প্রতি স্বর্ণের দামে সীমিত পরিসরের ওঠানামা ভবিষ্যতে মূল্যবৃদ্ধির নতুন ভিত্তি তৈরি করছে। চীনের বীমা কোম্পানিগুলোর মতো নতুন প্রাতিষ্ঠানিক ক্রেতাদের কাছে সামনের দিনগুলোয় স্বর্ণের চাহিদা অব্যাহত থাকতে পারে। এ সময় কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার প্রবণতাও দেখা যাবে ঊর্ধ্বমুখিতা। এমন প্রেক্ষাপটে স্বর্ণের দাম বাড়লে ভোক্তাপর্যায়ের চাহিদা কিছুটা সীমিত হলেও বাড়তে পারে পুনর্ব্যবহার।

অন্যদিকে বৈশ্বিক রাজনীতিতে বড় কোনো সমঝোতা অথবা বৈশ্বিক বাণিজ্যিক প্রবৃদ্ধি বাড়লে স্বর্ণের দাম ১৭ শতাংশ পর্যন্ত কমে যাওয়ার পূর্বাভাসও দিয়েছে ডব্লিউজিসি।

এদিকে ডলারের বিনিময় হার কমে যাওয়ায় গতকাল আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। বাজারের বিনিয়োগকারীরা বর্তমানে যুক্তরাষ্ট্র ও অন্যান্য বাণিজ্য অংশীদারদের মধ্যে চলমান আলোচনার স্পষ্টতা ও আসন্ন মূল্যস্ফীতি সম্পর্কিত তথ্যের দিকে নজর রাখছেন। এসব তথ্য মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন তারা।

স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম বেড়েছে দশমিক ৬ শতাংশ। প্রতি আউন্সের মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৩৪১ ডলার ২৯ সেন্টে। এ সময় যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে মূল্যবান ধাতুটির দাম দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৩৪৮ ডলার ২০ সেন্টে কেনাবেচা হয়েছে।

গতকাল ডলারের বিনিময় হার দশমিক ১ শতাংশ কমে গেছে। ডলারের বিনিময় হার কমে গেলে অন্যান্য মুদ্রা ব্যবহারকারী দেশের কাছে স্বর্ণ তুলনায়মূলক সস্তা হয়ে ওঠে। এ অবস্থায় চাহিদা বেড়ে গেলে দাম ঊর্ধ্বমুখী হয়।

অন্যদিকে স্পট মার্কেটে গতকাল রুপার দাম দশমিক ৮ শতাংশ বেড়ে আউন্সপ্রতি মূল্য স্থির হয়েছে ৩৮ ডলার ১ সেন্টে। প্লাটিনামের দাম দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে ১ হাজার ৩৭৭ ডলার ৮৫ সেন্টে। এ সময় প্যালাডিয়ামের বাজারদর দশমিক ৮ শতাংশ কমে আউন্সপ্রতি মূল্য নেমেছে ১ হাজার ১৯৬ ডলার ১৪ সেন্টে।

তথসুত্রঃ রয়টার্স

বাংলাফ্লো/এফএ

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0