বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

‘গেম মাস্ট গো অন’: ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আকরামের সোজাসাপ্টা মন্তব্য

এশিয়া কাপ ২০২৫ অনুষ্ঠিত হবে আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দুবাই ও আবুধাবিতে।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম মত দিয়েছেন যে ভারত এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলুক বা না খেলুক, ‘গেম মাস্ট গো অন।’

এশিয়া কাপ ২০২৫ অনুষ্ঠিত হবে আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দুবাই ও আবুধাবিতে।

টুর্নামেন্টে অংশ নেবে আটটি দল, দুটি গ্রুপে ভাগ হয়ে। গ্রুপ এ-তে আছে ভারত, পাকিস্তান, ইউএই এবং ওমান। অন্যদিকে গ্রুপ বি-তে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং হংকং।

যদিও ভারত এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক আয়োজক, তবে ভারত ও পাকিস্তানে প্রতিযোগিতা হলে টানা তিন বছর নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের জন্য বিসিসিআই ও পিসিবির মধ্যে চুক্তি হয়েছে। দুবাইয়ে হবে ১১টি ম্যাচ আর আবুধাবিতে ৮টি ম্যাচ। টুর্নামেন্ট শুরু হবে ৯ সেপ্টেম্বর আবুধাবিতে আফগানিস্তান বনাম হংকং ম্যাচ দিয়ে।

ভারত তাদের অভিযান শুরু করবে ১০ সেপ্টেম্বর দুবাইয়ে ইউএই’র বিপক্ষে। এরপর ১৪ সেপ্টেম্বর দুবাইয়েই অনুষ্ঠিত হবে প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত মুখোমুখি হবে ওমানের, যা অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর আবুধাবিতে।

সুপার ফোর পর্বে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যোগ্যতা অর্জন করবে। যদি ভারত গ্রুপ এ-তে প্রথম হয়, তবে তাদের সব সুপার ফোর ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে। তবে দ্বিতীয় হলে একটি ম্যাচ হবে আবুধাবিতে এবং দুটি ম্যাচ হবে দুবাইয়ে।

সুপার ফোর পর্ব চলবে ২০ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে।

আকরাম বলেন, ‘এশিয়া কাপের সূচি প্রকাশিত হয়েছে, এর বিরুদ্ধে প্রতিক্রিয়া এসেছে। কিন্তু আমরা পাকিস্তানে শান্ত আছি। আমরা ঠিক আছি, খেলি বা না খেলি। খেলা চলতেই থাকবে।’

আকরাম আশা প্রকাশ করেছেন যে নিকট ভবিষ্যতে ভারত ও পাকিস্তানের মধ্যে আবার একটি টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ‘আমার জীবদ্দশায় আমি ভারত-পাকিস্তানের মধ্যে একটি টেস্ট সিরিজ দেখতে চাই।’

তিনি আরও বলেন, ‘রাজনীতি বাদ দিন, আমি কোনো রাজনীতিবিদ নই। তারা তাদের দেশের প্রতি দেশপ্রেমিক, আমরাও আমাদের দেশের প্রতি দেশপ্রেমিক। নিচে নামা উচিত নয়। নিজের দেশের সাফল্যের কথা বলুন, পাকিস্তানের ক্ষেত্রেও তাই, ভারতের ক্ষেত্রেও তাই। কথা সহজ শোনালেও কাজটা কিন্তু কঠিন।’

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

কিউবার অভিষেকের দিনে বেঞ্চে ফাহমিদুল
৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৭:২৮ বিকাল
২৫ বলে ৬০, বৃষ্টিতে খেলা বন্ধ
৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৫০ বিকাল
সুখবর পেলেন দুই তারকা
৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৩৬ বিকাল
বিসিবির নির্বাচনে লড়বেন নান্নু
৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:২৩ বিকাল
Leave a Comment

Comments 0