বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

পররাষ্ট্র সচিবের সঙ্গে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠক

যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে। সকাল ৮টা ৪৮ মিনিট থেকে সাড়ে ৯টা পর্যন্ত সচিবের দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

গত শনিবার এক সপ্তাহের সফরে বাংলাদেশে আসেন পিটার ডি হাস। সফরের অংশ হিসেবে বুধবার কক্সবাজারে গিয়ে রাতেই ঢাকায় ফেরেন তিনি।

প্রসঙ্গত, গত বছরের আগস্টে রক্তক্ষয়ী গণবিক্ষোভের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পটভূমিতে ছাত্রনেতাদের নিয়ে গঠিত হয় নতুন রাজনৈতিক দল এনসিপি। এ দলের কয়েকজন শীর্ষ নেতা গত ৫ আগস্ট কক্সবাজারে গোপনে পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও ওয়াশিংটনের একটি সূত্র সে সময় জানিয়েছিল, পিটার হাস তখন বাংলাদেশে ছিলেন না, বরং ওয়াশিংটনে অবস্থান করছিলেন।

২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন পিটার হাস। গত বছরের ২৭ সেপ্টেম্বর ফরেন সার্ভিস থেকে অবসর নেন তিনি এবং মাত্র তিন দিন পর ১ অক্টোবর যোগ দেন এক্সিলারেট এনার্জিতে—যে মার্কিন কোম্পানি বাংলাদেশে এলএনজি খাতে বিনিয়োগ করেছে। এ প্রতিষ্ঠানের হয়ে ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে তিনি বাংলাদেশ সফর করতে পারেন বলে আগেই ধারণা দেওয়া হয়েছিল।

ঢাকায় দায়িত্বকালীন সময় থেকেই পিটার হাস রাজনৈতিক মহল ও ব্যবসায়িক মহলে আলোচিত ছিলেন। চলতি বছরের এপ্রিলে তিনি ঢাকা সফরে এসে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত বৈঠকে অংশ নেন। সেখানে দ্বিপাক্ষিক বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা ও বিনিয়োগ সহযোগিতা নিয়ে আলোচনা হয়। ওই সফরে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন।

বাংলাদেশে আবারও সফরে এসে এবার তিনি সরাসরি পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করলেন, যা কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0