শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

সরকারবিরোধী ষড়যন্ত্র মামলায় সাবেক সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম গ্রেফতার

আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দায়ের করা সরকারবিরোধী ষড়যন্ত্র মামলায় এবার গ্রেফতার হলেন সাবেক সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দায়ের করা সরকারবিরোধী ষড়যন্ত্র মামলায় এবার গ্রেফতার হলেন সাবেক সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ভূঁইয়া সফিকুল ইসলামসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে।

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, “শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। লতিফ সিদ্দিকী, আবু আলম শহীদ খানসহ অন্যদের সঙ্গে গোপন আঁতাতের বিষয়ে তথ্য পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়।”

উল্লেখ্য, ভূঁইয়া সফিকুল ইসলাম ২০১৩ সালে পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৫ সালে তিনি রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ পান।

এর আগে সোমবার একই মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করা হয়।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0