জেলা প্রতিনিধি
খুলনা: ভারত থেকে দেশে ফেরার পথে খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা ননী গোপাল মণ্ডলের ছেলে দীপ্ত মণ্ডল (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে। পরে রাতেই দাকোপ থানা-পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে দীপ্ত মণ্ডল ভারতে অবস্থান করছিলেন। অবশেষে দেশে ফেরার সময় পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি।
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “গত বছরের ২৬ নভেম্বর এই থানায় হওয়া নাশকতা মামলার এজাহারনামীয় আসামি হওয়ায় তাঁকে আজ রবিবার খুলনার আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে করাগারে পাঠিয়েছেন।”
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0