বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ সুহাদা ওসমান সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাঁরা দুই দেশের সামরিক খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন।
রোববার ১৪ সেপ্টেম্বর সেনাসদরে সেনাপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। আন্থঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
আইএসপিআর জানায়, রাষ্ট্রদূত কক্সবাজারে অবস্থানরত জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সংকট দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন যে মালয়েশিয়াতেও প্রায় দুই লক্ষাধিক রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।
তারা আগামী ২৩-২৬ সেপ্টেম্বর কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সেনাবাহিনী প্রধানদের সম্মেলন ২০২৫ বিষয়ে মতবিনিময় করেন।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0