জেলা প্রতিনিধি
নওগাঁ: নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ সামসুল হকের নারী শিক্ষার্থীদের সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে কথোপকথনের স্ক্রিনশট ভাইরাল হওয়ার পর কলেজজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে অধ্যক্ষসহ তিন শিক্ষকের পদত্যাগ দাবি জানিয়েছেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ইংরেজি বিভাগের আরমান হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মিজানুর রহমান ও হিসাববিজ্ঞান বিভাগের সাদনান সাকিবসহ আরও কয়েকজন শিক্ষার্থী বক্তব্য রাখেন। তারা পাঁচ দফা দাবি উপস্থাপন করেন। এর মধ্যে রয়েছে—অধ্যক্ষ প্রফেসর সামসুল হক, উপাধ্যক্ষ এসএম মোজাফফর হোসেন ও শিক্ষক পরিষদের সম্পাদক মনিরুজ্জামান বিদ্যুৎসহ তিন শিক্ষকের অপসারণ ও বদলি, কলেজে চলমান অব্যবস্থাপনার তদন্ত ও প্রতিকার, শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ছাত্র সংসদ নির্বাচন, প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং অভিযোগ জানানোর জন্য নিরপেক্ষ সেল গঠন।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, ‘৭ সেপ্টেম্বর থেকে কলেজে অস্থিরতা বিরাজ করছে। কিছুদিন আগে ফি বৃদ্ধির প্রতিবাদে এক শিক্ষার্থীকে মারধর করা হয়। এরই মধ্যে অধ্যক্ষের কুরুচিপূর্ণ কথোপকথনের স্ক্রিনশট ভাইরাল হয়েছে। আমরা এ অধ্যক্ষকে আর চাই না, দ্রুত তার অপসারণ চাই।’
ইংরেজি বিভাগের শিক্ষার্থী আরমান হোসেন অভিযোগ করেন, ‘অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষক পরিষদের সম্পাদক দুর্নীতির সিন্ডিকেট গড়ে তুলেছেন। প্রতিবাদ করলেই শিক্ষার্থীদের ভয়-ভীতি দেখানো হয়, পরীক্ষায় নম্বর কেটে দেওয়া হয়। এমনকি শিক্ষার্থীদের বহিরাগত ও সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়। শিক্ষকরা আমাদের অভিভাবকস্বরূপ, অথচ অধ্যক্ষ সামসুল হক কুরুচিপূর্ণ কথাবার্তার মাধ্যমে শিক্ষকতার মতো মহান পেশাকে কলঙ্কিত করেছেন।’
তিনি আরও বলেন, ‘নারী শিক্ষার্থীরা নিরাপদ নন। শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দাবি জানাই, দ্রুত তাকে অপসারণ ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
অভিযোগ প্রসঙ্গে অধ্যক্ষ সামসুল হক বলেন, ‘স্ক্রিনশট নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। কয়েকজন শিক্ষার্থী আন্দোলন করছে, তাদের প্রতিপক্ষ মনে করি না। তারা আমার শিক্ষার্থী। মন্ত্রণালয় থেকে নির্দেশনা না আসা পর্যন্ত আমি কোথাও যাচ্ছি না।’
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0