জেলা প্রতিনিধি
কক্সবাজার: কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা প্রকল্প থেকে চাকরিচ্যুত শিক্ষকরা। তারা আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।
আন্দোলনকারী শিক্ষকরা হুঁশিয়ারি দিয়েছেন, অবিলম্বে চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা না হলে আন্দোলন আরও ব্যাপক আকার ধারণ করবে। তারা আরও ঘোষণা করেছেন, দাবির পূরণ না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ ও অনশন চালিয়ে যাবেন।
সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে শিক্ষকরা সড়ক অবরোধ শুরু করেন। এখনো বিচ্ছিন্নভাবে সড়ক অবরোধের চেষ্টা হলেও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। অবরোধের কারণে সকাল থেকেই ব্যস্ত এই মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।
কোটবাজার এলাকায় যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ শত শত গাড়ি আটকা পড়ে। ফলে যাত্রী ও চালকরা দীর্ঘ সময় ভোগান্তিতে পড়েছেন।
শিক্ষকরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে তারা মানবিক সংস্থার অধীনে রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা কার্যক্রমে নিয়োজিত ছিলেন। হঠাৎ করেই তাদের বিনা কারণে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে তারা জীবিকা হারিয়ে পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0