এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ‘পুষ্পা’ সিনেমায় খলনায়ক ‘ভঁওয়ার সিংহ শেখাওয়াত’-এর চরিত্রে অভিনয় করে যিনি ভারতজুড়ে খ্যাতি পেয়েছেন, সেই গুণী অভিনেতা ফাহাদ ফাসিল এবার তাঁর ভবিষ্যৎ জীবন নিয়ে এক অবাক করা সিদ্ধান্তের কথা জানালেন। তিনি জানিয়েছেন, অভিনয় জগৎ থেকে অবসর নেওয়ার পর তিনি আর দেশে থাকবেন না, বরং স্পেনের বার্সেলোনা শহরে একজন ট্যাক্সি চালক হিসেবে বাকি জীবনটা কাটিয়ে দিতে চান।
ফাহাদ ফাসিলের এই সিদ্ধান্ত শুনে অনেকেই অবাক হলেও, এর পেছনে রয়েছে তাঁর এক গভীর জীবনদর্শন। তিনি বলেন, “আসলে এটা শুধু গাড়ি চালানো নয়, এটা আপনি কী পছন্দ করেন সেটাকে বেছে নেওয়া। আমার নিজের খুব ভালো লাগবে একটা মানুষকে তার গন্তব্যে পৌঁছে দিতে পেরে। এমন একটা জিনিস প্রত্যক্ষ করতে পারাও বড় ব্যাপার।”
তিনি আরও জানান, তাঁর এই পরিকল্পনার কথা তিনি তাঁর স্ত্রীকে (অভিনেত্রী নাজ্রিয়া নাজিম) জানিয়েছেন এবং তিনিও বিষয়টি বেশ পছন্দ করেছেন। ফাহাদের কথায়, “আমি এভাবেই খুশি থাকতে চাই।”
ফাহাদের এই ভাবনা অনেকটাই মিলে যায় বিখ্যাত ইরানি নির্মাতা জাফর পানাহির ‘ট্যাক্সি’ ছবির গল্পের সঙ্গে, যেখানে একজন পরিচালক ট্যাক্সি চালিয়ে সাধারণ মানুষের জীবনের গল্প শোনেন। ভক্তরা ধারণা করছেন, ফাহাদও হয়তো জীবনের নানা অভিজ্ঞতা সঞ্চয় করতেই এমন এক ব্যতিক্রমী পথ বেছে নেওয়ার কথা ভাবছেন।
‘পুষ্পা’ ছাড়াও ‘কুম্বলঙ্গি নাইটস’, ‘জোজি’, ‘মালিক’, ‘আবেশম’-এর মতো অসংখ্য সিনেমায় অভিনয় করে ফাহাদ ফাসিল নিজেকে দক্ষিণী সিনেমার অন্যতম সেরা অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা করেছেন। খ্যাতির শীর্ষে থেকেও তাঁর এমন সাধারণ জীবনযাপনের ইচ্ছা, তাঁকে ভক্তদের কাছে আরও অনন্য করে তুলেছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0