আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় পাকিস্তানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। দেশটিতে এখন পর্যন্ত বন্যায় প্রায় ৭০০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যেই মঙ্গলবার (১৯ আগস্ট) দেশটিতে আঘাত হেনেছে ভূমিকম্প।
সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, রাজধানী ইসলামাবাদম, রাওয়ালপিন্ডি এবং খাইবার পাখতুনখাওয়ার কিছু জায়গায় ভূমিকম্পের কম্পন টের পার সাধারণ মানুষ।
পাকিস্তান আবহাওয়া বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার সকালে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এটির কম্পন অনুভূত হয় পেশোয়ার, সোয়াত এবং অ্যাবোটাবাদেও।
পাক আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালায়। সকাল ১০টা ২০ মিনিটের দিকে এটি মাটির ১৯০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।
তবে ভাগ্য ভালো হওয়ায় ভূমিকম্পে কোনো ধরনের প্রাণহানির খবর এখনো পাওয়া যায়নি। পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ নিশ্চিত করেছে, তাদের কাছে প্রদেশের কোনো জায়গা থেকে প্রাণহানির খবর আসেনি।
এরআগে গত মে মাসে পাকিস্তানে এই শক্তির ভূমিকম্প সংঘটিত হয়। ওই সময় ৫ দশমিক ৫ মাত্রার কম্পনে কেঁপে ওঠে উত্তর পাকিস্তানের বিভিন্ন অঞ্চল। যারমধ্যে ছিল ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ার একাধিক বিভাগ।
ভূকম্পনবিদদের তথ্য অনুযায়ী, আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে যেসব ভূমিকম্প হয় সেগুলো মাটির গভীরে হয়ে থাকে। সাধারণত এগুলো সংঘটিত হয় ১৫০ থেকে ২৫০ কিলোমিটার গভীরে।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
বাংলাফ্লো/এফএ
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0