বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: আগামী ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২০ আগস্ট) কমিশনের উপসচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ অনুমোদন দিয়েছে কমিশন। পরে নীতিমালাটি গত ২৬ জুন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৮ (১) ও (২) অনুযায়ী ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করে নির্বাচনের কমপক্ষে ২৫ দিন আগে গেজেটে প্রকাশ করতে হবে। এ কারণে খসড়া তালিকা প্রকাশ, দাবি-আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে চূড়ান্ত তালিকা প্রণয়ন প্রয়োজন।
ইসি আরও জানায়, নতুন নীতিমালা অনুযায়ী ভোটকেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণ করে এলাকাভিত্তিক খসড়া তালিকা প্রকাশ করা হবে। পরে দাবি/আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে সম্ভাব্য চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। এরপর ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দাবি-আপত্তি গ্রহণ করা হবে। প্রাপ্ত দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ অক্টোবর। সম্ভাব্য চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে ২০ অক্টোবর।
এছাড়া নির্ধারিত সময়সূচি অনুযায়ী কার্যক্রম বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তাদেরকে খসড়া ও সম্ভাব্য চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যাগত তথ্য (সফটকপিসহ) নির্বাচন সহায়তা-১ শাখায় পাঠানোর অনুরোধও জানানো হয়েছে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0