এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিনেমার সিক্যুয়েল নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। এবার সেই সিনেমার শুটিং সেটেই ঘটেছে এক দুর্ঘটনা। নিউইয়র্কে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’-এর শুটিং চলাকালীন, সিঁড়ি থেকে পড়ে গেলেন ছবির প্রধান অভিনেত্রী, অস্কারজয়ী অ্যান হ্যাথাওয়ে। জানা গেছে, তাঁর জুতোর হিল ভেঙে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার সময় অ্যান হ্যাথাওয়ে একটি কালো প্লিটেড স্কার্ট এবং প্লেড ডিজাইনের শার্ট পরেছিলেন। পায়ে ছিল লম্বা স্ট্র্যাপি হিল। হঠাৎই সেই জুতোর একটি হিল ভেঙে গেলে, তিনি পা ফসকে সিঁড়ি দিয়ে নিচে পড়ে যান।
তবে সৌভাগ্যবশত, তিনি গুরুতর কোনো আঘাত পাননি। পড়ে যাওয়ার পরই তিনি দ্রুত উঠে দাঁড়ান এবং হাতে থাকা অর্ধেক খাওয়া বেইগেলটি ধরে হেসে বলেন, “আমি ঠিক আছি!” এরপর তিনি সহকর্মীদের জড়িয়ে ধরেন এবং শুটিং আবার শুরু হয়। যদিও এই ঘটনাটি সিনেমার কোনো পরিকল্পিত দৃশ্য ছিল কি না, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
২০০৬ সালের প্রথম কিস্তির পর, প্রায় দুই দশক পর ফিরছে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’। এই পর্বেও থাকছেন অ্যান হ্যাথাওয়ে, মেরিল স্ট্রিপ, এমিলি ব্লান্ট এবং স্ট্যানলি টুচি। এ ছাড়াও, নতুন সিক্যুয়েলে যুক্ত হয়েছেন লুসি লিউ, জাস্টিন থেরক্স, পলিন শালামে-এর মতো একঝাঁক নতুন তারকা।
ছবিটি ২০২৬ সালের ১লা মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। অ্যান হ্যাথাওয়ের এই ছোট দুর্ঘটনাটি সিনেমাটি নিয়ে ভক্তদের কৌতূহলকে আরও বাড়িয়ে দিয়েছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0