বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: কারবালার বিষাদয় ঘটনার স্মরণে রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু হয়েছে। এতে অনুরাগীদের ঢল নেমেছে।
রবিবার (৬ জুলাই) সকাল ১০টায় শুরু হওয়া মিছিলে হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইনের (রা.) শাহাদাতের এই দিনে কারবালা প্রান্তরের বিভিন্ন স্মৃতির প্রতীক তাজিয়া, আলম, ঝুলা, তাবত নিয়ে সমবেত হয়েছেন নানা নানা বয়সের মানুষ।
মিছিলের সামনে রয়েছে দুইটি ঘোড়া; যা দুলদুল হিসেবে পরিচিত। এছাড়াও রয়েছে কালো ব্যানার, বেহেস্তা (লাল সবুজ নিশান), পাঞ্জা আলম মাতম, দুলদুল ঘোড়া, খুনি ঘোড়া ও একটি জারি তাজিয়া।
হোসেনি দালান ইমামবাড়ার সুপারিনটেনডেন্ট এম এম ফিরোজ হোসেন জানান, তাজিয়া মিছিলটি হোসেনি দালান ইমামবাড়া উত্তর গেট থেকে বের হয়ে হোসেনি দালান রোড, বকশী বাজার লেন, আলিয়া মাদ্রাসা রোড, বকশী বাজার (কল পাড়) মোড়, উমেশ দত্ত রোড, উর্দু রোড মোড়, হরনাথ ঘোষ রোড, লালবাড় চৌরাস্তা মোড়, গোর-এ-শহিদ মাজার মোড়, এতিমখানা মোড়, আজিমপুর চৌরাস্তা মোড়, ইডেন কলেজ, নীলক্ষেত মোড়, মিরপুর রোড, ঢাকা কলেজ, সায়েন্সল্যাব মোড়, ধানমন্ডি আবাসিক এলাকার ২ নং রোড, বিজিবি ৪ নং গেট, সাত মসজিদ রোড (ঝিগাতলা বাসস্ট্যান্ড) হয়ে দুপুর আড়াইটার দিকে ধানমন্ডি লেকে (অস্থায়ী কারবালা) গিয়ে শেষ হবে।
মিছিলে আগত ভক্তরা আশাবাদ ব্যক্ত করে বলছেন, কারবালায় ইমাম হোসেনসহ তার পরিবারকে হত্যার মধ্যদিয়ে যে বিষাদময় ঘটনা ঘটেছে ইতিহাসে তার পুনরাবৃত্তি হবে না।
এদিকে, তাজিয়া মিছিল উপলক্ষে ইমামবাড়া এবং আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।
বাংলাফ্লো/এসকে
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0