শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু নির্বাচন ঘিরে নীলক্ষেত-কাটাবনে জনসমাগম

নীলক্ষেত এলাকায় মুক্তি ও গণতন্ত্র তোরণ থেকে নিউমার্কেট পর্যন্ত সড়কের বাম পাশে বিএনপি এবং ডানপাশে জামায়াতের নেতাকর্মীদের অবস্থান লক্ষ্য করা গেছে।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নীলক্ষেত, কাটাবনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় সকাল থেকেই বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়েছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর থেকেই এই সমাগম থাকলেও বিকেলে উপস্থিতি ব্যাপকহারে দেখা যায়। অনেকেই নিজেদের কৌতূহলী দর্শনার্থী হিসেবে পরিচয় দিলেও স্থানীয় সূত্র বলছে, উপস্থিতদের মধ্যে বড় অংশ বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থক।

নীলক্ষেত এলাকায় মুক্তি ও গণতন্ত্র তোরণ থেকে নিউমার্কেট পর্যন্ত সড়কের বাম পাশে বিএনপি এবং ডানপাশে জামায়াতের নেতাকর্মীদের অবস্থান লক্ষ্য করা গেছে। তবে কোনো ধরনের উত্তেজনা বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জনসমাগমকে দূরে সরিয়ে দিতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0