এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় রাজশাহী মহানগরী রানীবাজার এলাকায় নিজ বাসভবনে তিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সন্ধ্যা ৬টায় রাজশাহী মহানগর পঞ্চবটি শ্মশানে তার দাহকার্য সম্পন্ন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
১৯৬১ সাল থেকে রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকায় মোহিনী নিকেতন বাসভবনে বসবাস করতেন পণ্ডিত অমরেশ রায় চৌধুরী। তিনি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীত শিল্পী। এ ছাড়া তিনি বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির, শিল্পকলা পদক ২০১৪ ও ২০১৬ সালে শিল্পকলা শাস্ত্রীয় সংগীতে একুশে পদকে ভূষিত হন।
জানা গেছে, ফরিদপুর জেলার চৌদ্দরশি গ্রামের এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে ১৯২৮ সালের ১৮ সেপ্টেম্বর (১ আশ্বিন, ১৩৩৫ বঙ্গাব্দ) অমরেশ রায় চৌধুরী জন্মগ্রহণ করেন। ১৯৪৫ সালে বাইশরশি শিবসুন্দরী অ্যাকাডেমি থেকে ম্যাট্রিক পাশ করার পর লেখাপড়ায় উচ্চশিক্ষা গ্রহণের সঙ্গে সঙ্গে একান্ত নিষ্ঠার সঙ্গে উচ্চাঙ্গ সংগীত শিক্ষা ও চর্চা অব্যাহত থাকে। খুব ছোটোবেলা থেকেই তার রাগ সংগীতের প্রতি গভীর শ্রদ্ধা পরিলক্ষিত হয়।
তার ছেলে অমিত রায় চৌধুরী বলেন, তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ১৪ থেকে ১৫ দিন যাবত ভুগছিলেন। ৮ থেকে ১০ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাড়িতে আনা হয়। গত পরশুদিন থেকে শরীরটা খারাপ হতে থাকে। আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবনেই তিনি দেহত্যাগ করেন।
তিনি বলেন, নগরীর পঞ্চবটি মহাশ্মশানে সন্ধ্যা ৬টায় তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এর আগে, বিকেল ৪টা থেকে তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0