বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রামে প্রতিবেশী খুন: পাঁচজনের মৃত্যুদণ্ড

খুনের মামলায় আদালত পাঁচ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। আসামিরা সবাই নিহত ব্যক্তির প্রতিবেশী ছিলেন।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি,

চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক প্রতিবেশীকে পরিকল্পিতভাবে হত্যা করার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ রোজিনা খান এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নুরুল আফসার, মোহাম্মদ রফিক, মো. সোলাইমান, আহাম্মদ ও ইলিয়াস। তারা সবাই আনোয়ারা উপজেলার চাতরি ইউনিয়নের বাসিন্দা। রায় ঘোষণার সময় তাদের মধ্যে চারজন আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৯ আগস্ট আবদুর শুকুর নামে এক ব্যক্তি বাসা থেকে ফোন পেয়ে বেরিয়ে যান এবং তারপর নিখোঁজ হন। পরদিন ২১ আগস্ট তাঁর মরদেহ চাতরি এলাকায় একটি খালে পাওয়া যায়। এ ঘটনায় নিহতের ছেলে মো. মিজান আনোয়ারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রে বলা হয়, বাড়ির পাশের খালে জাল ফেলাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে শুকুরকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করা হয়। মামলায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী হাফেজ আহম্মদ গণমাধ্যমকে জানান, খুনের মামলায় আদালত পাঁচ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। আসামিরা সবাই নিহত ব্যক্তির প্রতিবেশী ছিলেন।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0