মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

ইসকনের রেস্তোরাঁয় মুরগি কান্ড,ক্ষুব্ধ বাদশাহ

তিনি রেস্তোরাঁর কর্মীদেরও সেই মাংস খাওয়ার জন্য প্রস্তাব দেন! এই ঘটনায় রেস্তোরাঁর কর্মীরা হতবাক হয়ে যান এবং দ্রুত নিরাপত্তারক্ষী ডেকে ওই ব্যক্তিকে রেস্তোরাঁ থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: পেঁয়াজ-রসুনবিহীন সম্পূর্ণ নিরামিষ খাবারের রেস্তোরাঁ হচ্ছে ইসকন এর রেস্তোরাঁ। কিন্তু সেই রেস্তোরাঁতেই এক ব্যক্তি ঘটিয়েছেন এক অদ্ভুত এবং বিতর্কিত কাণ্ড। তিনি রেস্তোরাঁয় ঢুকেই নিজের ব্যাগ থেকে মুরগির মাংস বের করে খেতে শুরু করেন ।

সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে সমালোচনার ঝড় বইছে। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় ভারতীয় র‍্যাপার বাদশাহ।

কী ঘটেছিল রেস্তোরাঁয়? 

ভাইরাল ভিডিওতে দেখা যায়, আফ্রিকান-ব্রিটিশ এক ব্যক্তি ইসকন-এর নিরামিষ রেস্তোরাঁয় ঢুকে প্রথমে জানতে চান সেখানে মাংস পরিবেশন করা হয় কি না। কর্মীরা ‘না’ বললে, তিনি নিজের ব্যাগ থেকে রান্না করা মুরগির মাংস বের করে সবার সামনেই খেতে শুরু করেন। শুধু তাই নয়, তিনি রেস্তোরাঁর কর্মীদেরও সেই মাংস খাওয়ার জন্য প্রস্তাব দেন!

এই ঘটনায় রেস্তোরাঁর কর্মীরা হতবাক হয়ে যান এবং দ্রুত নিরাপত্তারক্ষী ডেকে ওই ব্যক্তিকে রেস্তোরাঁ থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তিনি সরতে রাজি হননি। 

ইসকন মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এই কাণ্ডে রেস্তোরাঁয় থাকা অন্যান্য পুণ্যার্থীরাও অত্যন্ত অস্বস্তিতে পড়েন এবং ঘটনাটি নজরে আসার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন বাদশাহ: 

এই ঘটনার ভিডিও দেখে চুপ থাকতে পারেননি জনপ্রিয় র‍্যাপার বাদশাহ। তিনি নিজের ক্ষোভ প্রকাশ করে লেখেন, “ওই মুরগির মাংসটাও হয়তো অস্বস্তিতে পড়েছিল। ভাইয়ের মাংস খাওয়ার খিদে নয়, মুখে জুতোপেটা খাওয়ার ইচ্ছে ছিল।”

তিনি আরও যোগ করেন, “আপনি যা বোঝেন না, সেটার সম্মান জানাতে শিখুন। সেখানেই শক্তি প্রকাশ পায়।”

অনেকেই এই ঘটনাকে শুধুমাত্র অসভ্যতা নয়, বরং ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার একটি প্রচেষ্টা হিসেবে দেখছেন।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0