শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

কারচুপি অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র ঘিরে ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রের সামনে মঙ্গলবার রাতে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে কারচুপি হচ্ছে বলে অভিযোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রের সামনে মঙ্গলবার রাতে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শুরু হওয়া বিক্ষোভে তারা নির্বাচনের প্রক্রিয়ায় অনিয়ম, ভোটকেন্দ্রে বাধা এবং প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে। বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রদল নেতাকর্মীরা অভিযোগ করেন, নির্বাচনের শুরু থেকেই প্রশাসন পক্ষপাতিত্বমূলক আচরণ করছে এবং পূরণকৃত ওএমআর ব্যালট ঢুকানো হচ্ছে।

ছাত্রদলের প্যানেলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদি হাসান বলেন, “ডাকসু নির্বাচনকে প্রহসনে পরিণত করার চেষ্টা চলছে। ভোটদান প্রক্রিয়া স্বচ্ছভাবে হয়নি।”

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0