শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ঢাবি ভিসিকে ‘জামায়াতি প্রশাসন’ আখ্যা দিল ছাত্রদল

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব উপাচার্যকে উদ্দেশ করে বলেন, আমরা আজকের পর আনুষ্ঠানিকভাবে আপনাকে ‘জামায়াতি প্রশাসন’ হিসেবে আখ্যা দিলাম।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে উত্তেজনা বাড়ছে। ক্যাম্পাসের আশপাশে বহিরাগত জামায়াত-শিবিরের নেতাকর্মীদের জড়ো করার অভিযোগ তুলেছে ছাত্রদল। এই অভিযোগ নিয়ে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সিনেট ভবনে চলমান একটি মিটিংয়ে উপস্থিত হন সংগঠনটির নেতারা এবং উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের মুখোমুখি হন।

সেখানে কিছুক্ষণ হট্টগোলের পর ছাত্রদল নেতারা উপাচার্যের কাছে বারবার প্রশ্ন তুলতে থাকেন। তারা দাবি করেন, ক্যাম্পাস এলাকায় জড়ো হওয়া লোকজন জামায়াত-শিবিরের কর্মী। যদিও উপাচার্য জানান, “ব্যবস্থা নেওয়া হয়েছে।” তবে ছাত্রদল নেতারা তার এই ব্যাখ্যা মানতে রাজি হননি।

এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস টেবিল চাপড়ে উপাচার্যকে সরাসরি ‘জামায়াতি প্রশাসন’ আখ্যা দেন। জবাবে উপাচার্য বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এবং কখনো রাজনীতি করেননি।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব উপাচার্যকে উদ্দেশ করে বলেন, “আমরা আজকের পর আনুষ্ঠানিকভাবে আপনাকে ‘জামায়াতি প্রশাসন’ হিসেবে আখ্যা দিলাম। আমরা আজ থেকে আপনাদের বিষয়ে কোনো সহযোগিতা করবো না। যদি আপনি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেন তাহলে আমরা আর আপনাকে কোনো সহযোগিতা করবো না।”

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0