আন্তর্জাতিক ডেস্ক,
ঢাকা: মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত বাংলাদেশিরা হলেন, মো. মামুন আলী (৩১) এবং রেফাত বিশাত (২৭)।
শুক্রবার (১৫ আগস্ট) মালয়েশিয়ার আদালতে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়। মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা বারনামা জানায়, মামুন আলীর বিরুদ্ধে অভিযোগ, ২০২৩ সালের ২৮ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিলের মধ্যে ‘সাহিফুল্লা ইসলাম’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন জানানো। দণ্ডবিধির ১৩০জে(১)(এ) ধারায় এই অপরাধে দোষী প্রমাণিত হলে যাবজ্জীবন বা ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে।
অন্যদিকে, রেফাত বিশাতের বিরুদ্ধে অভিযোগ, ২০২৪ সালের ১০ জুলাই বিকেল ৪টা ৩০ মিনিটে লারকিন ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের একটি বাড়িতে তার মোবাইল ফোনে আইএস-এর পতাকার ছবি রাখা। দণ্ডবিধির ১৩০জেবি(১)(এ) ধারায় এ অপরাধে দোষী হলে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড বা জরিমানা এবং সংশ্লিষ্ট জিনিসপত্র বাজেয়াপ্তের বিধান রয়েছে।
বিচারক দাতুক আহমাদ কামাল আরিফিন ইসমাইল আগামী ১২ সেপ্টেম্বর দোভাষী নিয়োগের জন্য মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। মামুন আলীর মামলায় ডেপুটি পাবলিক প্রসিকিউটর মারিয়াম জামিয়াহ আব মানাফ এবং রেফাত বিশাতের মামলায় নূর আইনিয়া রিদওয়ান রাষ্ট্রপক্ষের প্রতিনিধিত্ব করেন। তবে অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
বাংলাফ্লো/এনআর
Comments 0