আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: এবার ইসরায়েলকে উদ্দেশ্য করে ‘বুম বুম তেল আবিব’ নামে একটি গান ঝড় তুলেছে ইরানে। গত ২০ জুন প্রকাশিত এই গানে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করা হয়েছে। ভিডিওটি প্রকাশিত হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ৫৭৭ মিলিয়ন ভিউ হয়েছে। ইরান, মধ্যপ্রাচ্যের পাশাপাশি গানটি রাশিয়াতেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
অসংখ্য মানুষ ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফুটেজের সাথে ‘বুম, বুম, তেল আবিব’ গানের ব্যাকগ্রাউন্ড অডিও হিসেবে যুক্ত করেছেন।
গানের একটি অংশ হলো- তোমার সকল মন্দ কাজের জন্য তুমি মন্দ ফলাফল পাবে, তুমি মৃত শিশুদের নিয়ে উপহাস করছিলে / কিন্তু এখন তুমি আঘাত পাচ্ছ, ইরানি ক্ষেপণাস্ত্র তোমার পুরো আকাশ আলোকিত করে দিয়েছে, এখন তুমি ফিলিস্তিনিদের মতো আতঙ্কিত বোধ করছ। অবাক করার বিষয় হলো এই গান তৈরি করেছেন একজন মার্কিন শিল্পী।
‘বুম বুম তেল আবিব’ গানের কথাগুলো একটি রাজনৈতিক বক্তব্যের মতো—এমন একটি বক্তব্য যা আবেগগতভাবে উজ্জীবিত হলেও, বিশ্বজুড়ে এমন মানুষের মধ্যে অনুরণিত হয়েছে যারা ইসরায়েলের শাসনব্যবস্থার বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতি সমর্থন জানিয়েছে। গানের একটি অংশে গাজায় নিহত নারী ও শিশুদের মৃতদেহ নিয়ে উপহাসকারী বসতি স্থাপনকারীদের উল্লেখ করা হয়েছে।
নেটিজেনরা বলেছেন, বুম বুম তেল আবিব গানটি গ্র্যামির জন্য মনোনীত হয়েছে! এটি ক্ষেপণাস্ত্রের চেয়েও বেশি আঘাতকারী সঙ্গীত। ইতোমধ্যে বুম, বুম, তেল আবিব টি শার্টও বের হয়েছে।
এ বিষয়ে লুকাস গেজ নামে ওই মার্কিন শিল্পী বলেন, যে উপাদানটি এই গানকে বাস্তবায়িত করেছে : ন্যায়বিচারের জন্য মানবতার আকাঙ্ক্ষা, অপরাধের জন্য মূল্য দেওয়া। বিশ্বের মানুষ বেশিরভাগই আবেগ দ্বারা চালিত; সঙ্গীত তাদের হৃদয়ে পৌঁছানোর একটি শক্তিশালী হাতিয়ার, কারণ এটি মানুষের আবেগকে অন্য যে কোন কিছুর চেয়ে বেশি নাড়া দেয়।
শিল্পী আরও ব্যাখ্যা করেন, যেহেতু শত্রুরা তরুণদের মনকে বিষাক্ত করার জন্য সঙ্গীত শিল্পকে ব্যবহার করেছে, তাই শিল্পীদের জন্য সঙ্গীতকে প্রতিষেধক হিসেবে রূপান্তর করা যুক্তিসঙ্গত।
লুকাস গেজ ইরানের জনগণকে সরাসরি সম্বোধন করে বলেন, আমি ইরানের জনগণকে জানাতে চাই যে আমার মতো অনেক আমেরিকান বুঝতে পেরেছে যে আমাদের সরকার একটি বিদেশী শত্রু পরজীবী দ্বারা দখল করা হয়েছে। যারা মার্কিন নাগরিকদের মগজ ধোলাই করেছে। যারা মিডিয়া এবং প্রতিষ্ঠানগুলিকে নিয়ন্ত্রণ করেছে। আমেরিকাকে তার পক্ষে যুদ্ধ করার জন্য তার গোলেমে পরিণত করেছে।
তিনি আরও বলেন, আমরা যারা এই সত্যে জেগেছি তারা ইরানের সাথে যুদ্ধ চাই না; গত কয়েক দশক ধরে আমাদের দখলকৃত সরকার যে সমস্ত পদক্ষেপ নিয়েছে তা কখনই জনগণের প্রকৃত ইচ্ছার প্রতিনিধিত্ব করে না।
এই গানের বিষয়ে কথা বলেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তিনি বলেন, বুম বুম তেল আবিব গানটি ইরানের জনসাধারণের কূটনীতির প্রতীক হয়ে উঠেছে।
সূত্র: তেহরান টাইমস
বাংলাফ্লো/আফি
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0