জেলা প্রতিনিধি
সিলেট: সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় চোরাইপণ্য আটকানোর চেষ্টাকালে নৌকাডুবিতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর এক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার হয়েছে। দীর্ঘ অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানোর পর রোববার (১০ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে পশ্চিম জাফলংয়ের পিয়াইন নদী থেকে স্থানীয় ডুবুরি নুর মিয়া মরদেহটি উদ্ধার করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ বলেন, “রোববার বিকেল পৌনে ৫টার দিকে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি সদস্যরা রয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।”
এর আগে শনিবার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে ভারতীয় চোরাচালান পণ্য বহনকারী একটি নৌকা থামানোর সময় ধাক্কায় উভয় নৌকা ডুবে যায়। ঘটনায় একজন বিজিবি সদস্য এবং মাঝি সাঁতরে তীরে উঠতে পারলেও মাসুম বিল্লাহ পানিতে তলিয়ে যান। রাতভর অনুসন্ধান চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
রোববার দুপুরে বিজিবি ৪৮ ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিখোঁজের পর থেকে ফায়ার সার্ভিস, বিজিবি ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি এলাকায় দুই বিজিবি সদস্য নৌকাযোগে ভারতীয় পণ্যবাহী একটি নৌকা আটকাতে গেলে ভারতের চোরাই পণ্যবাহী নৌকার ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। এতে মাসুম বিল্লাহ পানিতে ডুবে নিখোঁজ হন।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0