Logo

খ্যাতির আড়ালে ঋণের চাপ, আত্মঘাতী হলেন ‘ব্ল্যাক ডায়মন্ড’

ভারতের জনপ্রিয় মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সান রেচাল মাত্র ২৬ বছর বয়সে বেছে নিলেন আত্মহত্যার পথ। পুদুচেরিতে তাঁর এই রহস্যজনক ও মর্মান্তিক মৃত্যু শোবিজ জগতে এক গভীর শোক এবং আলোচনার জন্ম দিয়েছে।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: মঞ্চে তিনি ছিলেন ‘কুইন অব মাদ্রাজ’, শোবিজে পরিচিত ছিলেন ‘ব্ল্যাক ডায়মন্ড’ নামে। বিনোদন জগতের বর্ণবৈষম্যের বিরুদ্ধে তিনি ছিলেন এক প্রতিবাদী এবং সোচ্চার কণ্ঠ। কিন্তু খ্যাতির এই আলোর নিচেই হয়তো ছিল গভীর অন্ধকার, আর্থিক সংকট আর মানসিক চাপের এক অসহনীয় বোঝা। ভারতের জনপ্রিয় মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সান রেচাল মাত্র ২৬ বছর বয়সে বেছে নিলেন আত্মহত্যার পথ। পুদুচেরিতে তাঁর এই রহস্যজনক ও মর্মান্তিক মৃত্যু শোবিজ জগতে এক গভীর শোক এবং আলোচনার জন্ম দিয়েছে।

যেভাবে উদ্ধার হলো মরদেহ: জানা গেছে, দীর্ঘ দিন ভাড়া না মেটানোয় ফ্ল্যাট মালিক সান রেচালের নামে আদালতে মামলা করেছিলেন। সমনের উত্তর না মেলায়, আদালতের নির্দেশে পুলিশ তাঁর ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় মেঝেতে উপুড় হয়ে পড়ে থাকা তাঁর মরদেহ উদ্ধার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত ঘুমের ঔষধ সেবনের ফলেই তাঁর মৃত্যু হয়েছে।

আর্থিক সংকট ও মানসিক চাপ: পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, সান রেচাল সম্প্রতি আর্থিক সংকটে ভুগছিলেন। কাজের জন্য অর্থ সংগ্রহ করতে তিনি নিজের সোনার গয়না পর্যন্ত বন্ধক রেখেছিলেন। বাবার কাছে আর্থিক সাহায্য চেয়েও তিনি পাননি বলে জানা গেছে। এর পাশাপাশি, গত কয়েকদিন ধরে তিনি জিপমার হাসপাতালে কিডনির চিকিৎসাও নিচ্ছিলেন। পুলিশ সন্দেহ করছে, এই সব মিলিয়ে আর্থিক ও মানসিক চাপের কারণেই হয়তো তিনি আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিয়েছেন। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ, যেখানে তিনি লিখেছেন, ‘তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’

এক প্রতিবাদী কণ্ঠের বিদায়: সান রেচাল শুধু একজন মডেল বা একাধিক বিউটি প্যাজেন্টের বিজয়ী ছিলেন না। তিনি ছিলেন বিনোদন জগতে গায়ের রঙের ভিত্তিতে হওয়া বৈষম্যের বিরুদ্ধে এক সাহসী যোদ্ধা। তাঁর এই প্রতিবাদী মনোভাবের কারণেই তিনি ‘ব্ল্যাক ডায়মন্ড’ নামে পরিচিতি লাভ করেছিলেন। যে শিল্পী অন্যদের জন্য লড়াই করতেন, তিনিই হয়তো নিজের জীবনের কঠিন লড়াইয়ে পরাজিত হলেন।

গত বছরই তিনি বিয়ে করেছিলেন। পুলিশ তাঁর মৃত্যুর পেছনে কোনো বৈবাহিক সমস্যা আছে কি না, তাও খতিয়ে দেখছে। তবে তাঁর এই অকাল প্রয়াণ শোবিজ জগতের চাকচিক্যের আড়ালের কঠিন বাস্তবতাকে আরও একবার সবার সামনে নিয়ে এলো।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0