বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ সফরের আগে পাকিস্তান শিবিরে দুঃসংবাদ

সান ফ্রান্সিসকো ইউনিকর্নস নিশ্চিত করছে যে হারিস রউফ হ্যামস্ট্রিং চোটের কারণে এমএলসি ২০২৫-এর বাকি অংশে খেলতে পারবে না।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: বাংলাদেশ সফরের আগে বড় ধাক্কা খেল পাকিস্তান দল। দলের অন্যতম গুরুত্বপূর্ণ পেসার হারিস রউফ হ্যামস্ট্রিং চোটের কারণে ২০২৫ মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) বাকি অংশ থেকে ছিটকে পড়েছেন। আর এই চোটের কারণে আসন্ন বাংলাদেশ সফরেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে টেক্সাস সুপার কিংসের বিপক্ষে ম্যাচে চোট পান রউফ। ম্যাচের পরেই দলটি সামাজিক মাধ্যমে জানায়, ‘তোমার সঙ্গে আছি, হারিস। সান ফ্রান্সিসকো ইউনিকর্নস নিশ্চিত করছে যে হারিস রউফ হ্যামস্ট্রিং চোটের কারণে এমএলসি ২০২৫-এর বাকি অংশে খেলতে পারবে না। তার স্থলাভিষিক্ত হিসেবে নিউজিল্যান্ডের পেসার বেন লিস্টারকে নেওয়া হয়েছে।’

চলমান এমএলসি আসরে দারুণ ফর্মে ছিলেন রউফ। আট ম্যাচে ১৭ উইকেট নিয়ে উইকেট তালিকার শীর্ষে ছিলেন তিনি। তার ইকোনমি রেটও ছিল ৯.০৮।

এই চোটের কারণে পাকিস্তানের আসন্ন বাংলাদেশ সফরে রউফের না থাকা প্রায় নিশ্চিত। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে এখনো তার চোট বা পুনর্বাসনের সময়কাল নিয়ে কোনো বিবৃতি দেয়নি।

প্রসঙ্গত, পাকিস্তান দল আগামী ১৬ জুলাই বাংলাদেশে পৌঁছানোর কথা। তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে ২০ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২২ ও ২৪ জুলাই।

বাংলাদেশ সফরের পর আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে বাবর-রিজওয়ানরা।

চোটের কারণে রউফের অনুপস্থিতি পাকিস্তানের বোলিং আক্রমণে বড় ফাঁক তৈরি করবে, বিশেষ করে বাংলাদেশের ঘরের মাঠে যেখানে তার পেস এবং অভিজ্ঞতা বড় ভূমিকা রাখতে পারত। এখন দেখার বিষয়, পাকিস্তান দল এই শূন্যতা পূরণে কাকে সুযোগ দেয় এবং চোটের এই ধাক্কা তারা কতটা সামলে উঠতে পারে।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

কিউবার অভিষেকের দিনে বেঞ্চে ফাহমিদুল
৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৭:২৮ বিকাল
২৫ বলে ৬০, বৃষ্টিতে খেলা বন্ধ
৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৫০ বিকাল
সুখবর পেলেন দুই তারকা
৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৩৬ বিকাল
বিসিবির নির্বাচনে লড়বেন নান্নু
৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:২৩ বিকাল
Leave a Comment

Comments 0