বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

চুক্তি ভঙ্গে আরও বেশি লাভের পথে বিসিসিআই

২০২৫ থেকে ২০২৮ সালের জন্য স্পন্সর চাইছেন বোর্ড কর্তারা।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: কেন্দ্রীয় সরকারের নতুন আইনের ফলে ভারতীয় ক্রিকেট দলের স্পন্সর হিসেবে সরে গিয়েছে ‘ড্রিম ১১।’ স্বাভাবিকভাবেই নতুন স্পন্সরের খোঁজে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ২০২৫ থেকে ২০২৮ সালের জন্য স্পন্সর চাইছেন বোর্ড কর্তারা। ড্রিম ১১ সরে যাওয়ায় ক্ষতির শঙ্কা করা হলেও আদতে লাভের পথে রয়েছে বিসিসিআই।

নতুন চুক্তিতে আগের চাইতে অন্তত ১০০ কোটি টাকা বেশি চায় বিসিসিআই। ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পন্সরের কাছ থেকে কমপক্ষে ৪৫০ কোটি টাকা পাওয়ার আশা করছেন বিসিসিআই কর্তারা। একাধিক আগ্রহী সংস্থার সঙ্গে কথা বলছেন তারা। আর ভারতীয় দলের স্পন্সর হতে বিভিন্ন প্রতিষ্ঠানের আগ্রহ লাভের অঙ্ককে বড় করার সম্ভাবনা বাড়িয়ে তুলছে।

ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ড্রিম ১১’-এর সঙ্গে তিন বছরের জন্য ৩৫৮ কোটি টাকার চুক্তি করেছিল বিসিসিআই। নতুন চুক্তিতে অন্তত ১০০ কোটি টাকা বেশি আশা করা হচ্ছে। এশিয়া কাপের আগেই চূড়ান্ত হয়ে যেতে পারে ভারতীয় দলের নতুন স্পন্সর।

ভারতীয় দলের সব ঘরোয়া এবং বিদেশের সিরিজের পাশাপাশি বিশ্বকাপ, এশিয়া কাপের মতো বহুদলীয় টুর্নামেন্টের জন্য স্পন্সর চাইছে বোর্ড। দ্বিপাক্ষিক সিরিজের প্রতিটি ম্যাচের জন্য সাড়ে ৩ কোটি টাকা এবং বহুদলীয় টুর্নামেন্টের প্রতিটি ম্যাচের জন্য দেড় কোটি টাকা চাইছেন কর্তারা।

বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘‘বিসিসিআই প্রতি দ্বিপাক্ষিক ম্যাচে সাড়ে ৩ কোটি টাকা এবং আইসিসি বা এসিসি ম্যাচের জন্য দেড় কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। যা ‘ড্রিম ১১’-এর থেকে পাওয়া টাকার থেকে বেশি। তবে, বাইজুসের থেকে কম।’’

দিন কয়েক আগে বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া বলেছিলেন, ‘অনলাইন গেমিং প্রমোশন অ্যান্ড রেগুলেশন বিল ২০২৫ পাস হওয়ার পর বিসিসিআই এবং ড্রিম ১১ এর মধ্যে হওয়া চুক্তি বাতিল হয়েছে। বিসিসিআই ভবিষ্যতে এই ধরণের কোনো সংস্থার সঙ্গে জড়িত হবে না। এটা আমরা নিশ্চিত করব।’

আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে নারীদের ওয়ানডের বিশ্বকাপ। হাতে সময় কম। তাই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই নতুন স্পন্সরের সঙ্গে চুক্তি চূড়ান্ত করে ফেলতে চাইছেন বিসিসিআই কর্তারা।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

২৫ বলে ৬০, বৃষ্টিতে খেলা বন্ধ
৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৫০ বিকাল
সুখবর পেলেন দুই তারকা
৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৩৬ বিকাল
বিসিবির নির্বাচনে লড়বেন নান্নু
৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:২৩ বিকাল
Leave a Comment

Comments 0