বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

ফাঁকা সময় কাজে লাগাতে চায় বিসিবি

দেশে কিংবা দেশের বাইরে সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বোর্ড।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। সফর পিছিয়েছে এক বছর। ভারত না আসায় এই সময়টা এখন ফাঁকা। ঘরোয়া লিগ, টুর্নামেন্টও নেই।

এই ফাঁকা সময় কাজে লাগাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশে কিংবা দেশের বাইরে সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বোর্ড। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বুধবার এমনটাই জানিয়েছেন।

প্রাথমিকভাবে ‘এ’ দল বা হাই পারফরম্যান্স ইউনিটের সঙ্গে জাতীয় দলের খেলা রাখতে চেয়েছিল ক্রিকেট পরিচালনা বিভাগ। সেখান থেকে সরে এখন জাতীয় দলের সিরিজ আয়োজনের কথা ভাবছে বোর্ড।

কাল নাজমুল আবেদীন বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, ফাঁকা সময়ে অভ্যন্তরীণ কিছু ম্যাচ আয়োজন করতে পারি কি না। এর আগেও এরকম করেছি, ‘এ’ দলের সঙ্গে খেলেছিল জাতীয় দল। এটা আমাদের আগের পরিকল্পনা। ভাবছি, বাইরে কোথাও গিয়ে অল্প সময়ের জন্য কিছু খেলা যায় কি না। যদি সেই সুযোগ না হয়, তাহলে নিজেদের মধ্যে খেলতে হবে।’

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

২৫ বলে ৬০, বৃষ্টিতে খেলা বন্ধ
৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৫০ বিকাল
সুখবর পেলেন দুই তারকা
৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৩৬ বিকাল
বিসিবির নির্বাচনে লড়বেন নান্নু
৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:২৩ বিকাল
Leave a Comment

Comments 0