মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

প্রকাশ পেলো আয়ুষ্মান-রাশ্মিকার ওয়ার্ল্ড অফ থামা’র টিজার

“কি হলো থামলে কেন ?,গত ৭৫ বছর ধরে কোন রোমান্স দেখি নাই আমি”

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ‘স্ত্রী’, ‘ভেড়িয়া’, ‘মুঞ্জিয়া’র সাফল্যের পর ম্যাডক ফিল্মস তাদের হরর-কমেডি ইউনিভার্সের নতুন সিনেমা ‘ওয়ার্ল্ড অফ থামা’-র টিজার প্রকাশ করেছে।

আজ, ১৯শে আগস্ট, মুক্তি পাওয়া ১ মিনিট ৪৯ সেকেন্ডের এই টিজারটি এক মুহূর্তের জন্য যেমন রোমান্সে মন ভরিয়েছে, পরক্ষণেই আবার ভয়ংকর দৃশ্য দিয়ে রক্ত হিম করে দিয়েছে। আয়ুষ্মান খুরানা এবং রাশমিকা মান্দান্নার নতুন জুটির পাশাপাশি, এই টিজারের মূল আকর্ষণ হিসেবে আবির্ভূত হয়েছেন ভয়ঙ্কর ভিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।

টিজারের শুরুটা হয় একটি পাহাড়ি জঙ্গল আর সেখানে একটি লেক দেখানোর মধ্য দিয়ে ,পরের দৃশ্যে রাশমিকাকে দেখানো হয় সারি সারি গাছের জঙ্গলে অস্বাভাবিকভাবে দৌড় দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এমন অবস্থায় ,ওপর দিকে মুখে আঘাতের চিহ্ন সহ আহত অবস্থায় দেখা যায় আয়ুশ্মানকে,এরপর জঙ্গলের মাঝে এক রহস্যময় প্রাসাদ এবং বাদুড়ের ঝাঁক এক ভৌতিক পরিবেশ তৈরি করে। এরপর দিল্লির একটি আধুনিক প্রেক্ষাপট, যেখানে আয়ুষ্মান খুরানা এবং রাশমিকা মান্দান্না-এর চরিত্র দুটির মধ্যে মিষ্টি প্রেমের মুহূর্ত দেখানো হয়েছে, যেখানে একটা ভবনের পাশে রাশ্মিকা ঝুলে আছে আর তার হাতে আয়ুশ্মান কে ধরা ।

কিছু একশন দৃশ্য ও রোমান্টিক দৃশ্যের পর আসে নওয়াজুদ্দিন সিদ্দিকের ডায়ালগ সহ একটি দৃশ্য যেখানে সে বলে “কি হলো থামলে কেন ?,গত ৭৫ বছর ধরে কোন রোমান্স দেখি নাই আমি”

এরপরই সে রোমান্টিক দৃশ্য চালু রাখতে বলে উচু একটা জায়গা থেকে হিংস্র প্রাণির মত লাফিয়ে পড়েন । অনুমান করা হচ্ছে, তিনি এখানে এক অমর এবং ভয়ংকর খলনায়কের চরিত্রে অভিনয় করছেন। টিজারে পরেশ রাওয়ালেরও কয়েক ঝলক দেখা গেছে।

পরেশ রাওয়াল কেও দেখা যায় কয়েক ঝলক টিজারটিতে

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আদিত্য সারপোতদার এবং প্রযোজনা করেছেন যৌথভাবে দীনেশ ভিজান এবং অমর কৌশিক ।

বাংলাফ্লো/এইচএম 

 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0