জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।
বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘বক্তব্যের শেষ পর্যায়ে আমরা যখন রওয়ানা দিলাম, সব আওয়ামী লীগ, যুবলীগ এবং সারাদেশের যারা আওয়ামী লীগ ও যুবলীগ আছে তারা এখানে আশ্রয় নিয়েছে। গতকাল শেখ হাসিনা এবং তার যে কমান্ডো বাহিনী আছে, এখানে তারা ডেপ্লয় করেছে। আমরা দেখেছি আর্মি নিষ্ক্রিয়, পুলিশ নিষ্ক্রিয়।’
এনসিপির এ নেতা আরও বলেন, ‘আমাদের যদি বলা হতো আমরা প্রোটেকশন নিয়ে আসতাম। তখন আমাদের বলা হয়েছে এখানে পরিস্থিতি শান্ত আছে, কিন্তু বাস্তবে এসে দেখেছি পরিস্থিতি শান্ত নয়। এখান পুলিশসহ সব প্রশাসন দলীয়করণ করা হয়েছে। আমরা এখন একটি জায়গায় অবরুদ্ধ হয়ে আছি।’
এর আগে গোপালগঞ্জে সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। এরপর থেকে পরিস্থিতি থমথমে আছে।
হামলা থেকে বাঁচাতে এনসিপি নেতাদের গাড়ি বহর পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
বাংলাফ্লো/এনআর
Comments 0